নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, নদিয়া, ৪ আগষ্ট, ২০২৪:
জলঙ্গি খড়ি নদীতে নেমে কচুরিপানা সাফ করলেন কৃষ্ণনগর পুলিশ জেলার আধিকারিকগণ। রবিবার দুপুরে ভরা বৃষ্টিতে ভিজে জলে নামে পুলিশ। মূলত জলঙ্গি নদীর নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে এই কর্মসূচি। তাছাড়া জলের প্রবাহমানতা ফিরিয়ে আনতে সাধারণ মানুষও যাতে সচেতন হয় সেই বার্তাও এদিন দেয় পুলিশ। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকগণ। শোনেন তাদের সমস্যার কথা।উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার ঘোষ, তেহট্ট এসডিপিও শুভতোষ সরকার, সিআই করিমপুর সৌরভ বন্দোপাধ্যায়, থানারপাড়ার ওসি সৌরভ চট্টোপাধ্যায় প্রমুখ।
এক সময় জলঙ্গি নদীতে সারা বছর জল থাকতো। এই জলেই চাষ আবাদ হতো। জেলে ধরতো মাছ। ২০০০ সালে এই নদীর ভয়াবহ রূপ দেখেছে দুই পাড়ের মানুষ। কিন্তু জলঙ্গি থেকে মোক্তারপুর পর্যন্ত প্রায় ৪৮ কিলোমিটার নদী এখন শুকিয়ে গিয়েছে। আষাঢ় পেরিয়ে শ্রাবণ চলছে, অথচ পাট জাক দেওয়ার মতো পর্যাপ্ত জল নেই! চাষীরা চিন্তিত। তাদের দীর্ঘ দিনের দাবি, জলঙ্গি নদীর সংস্কার করা হোক। সরকার এই ব্যাপারে উদ্যোগ নিক।
এদিন পুলিশের পক্ষ থেকে কচুরিপানা সাফ করার খবর সামনে আসতেই অনেক কৃষক খুশি। তারা স্বপ্ন দেখছে, এবার হয়তো সরকার নদী সংস্কার করবে। হয়তো আবার আগের মতো স্রোত বইবে। এই জলে মাঝি নৌকা চালাবে, জেলে ধরবে মাছ। কৃষক পাবে সারা বছর সেচের জল।