ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে তাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়া হবে বলে নিশ্চিত করেছে ইসরাইলি গণমাধ্যম। আল জাজিরা জানিয়েছে, ট্রাম্প ইসরাইলে পৌঁছালে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানাবেন।
হার্জগ জানিয়েছেন, ইসরাইলের প্রতি ট্রাম্পের ‘অটল সমর্থন’—বিশেষ করে আব্রাহাম চুক্তি স্বাক্ষর, ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি, বন্দিমুক্তি উদ্যোগ এবং ইরানে মার্কিন পদক্ষেপের নেতৃত্ব—এর স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
সোমবার নেসেট (ইসরাইলি পার্লামেন্ট)-এ হার্জগ এই ঘোষণা দেবেন এবং সেদিনই ট্রাম্প সেখানে একটি ভাষণও দেবেন।
ওয়াশিংটন ত্যাগের আগে রবিবার রাতে ট্রাম্প বলেন, “গাজার যুদ্ধ শেষ হয়েছে, মধ্যপ্রাচ্য এখন স্বাভাবিকতার পথে।” তাঁর এ সফরকেই অনেক বিশ্লেষক ‘শান্তি কূটনীতির নতুন অধ্যায়’ হিসেবে দেখছেন।
