টিডিএন বাংলা ডেস্ক: আচমকা হার্ট অ্যাটাক! শুনলেই বুকটা ছ্যাঁক করে ওঠে। কেউ ক্রিকেট খেলতে খেলতে, আবার কেউ নাচতে নাচতে চোখের নিমেষে মাটিতে লুটিয়ে পড়ছেন। মুহূর্তের মধ্যে প্রাণ হারিয়ে ফেলছেন অনেকেই। চিকিত্সাে করানোর কোনও সুযোগ দেওয়ার আগেই সব শেষ। আর এই রোগের থাবা কখন, কার ঘাড়ে গিয়ে পড়বে কেউ জানে না। ঠিক সেই রকমভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল এক ১৬ বছরের ছাত্রীর সঙ্গে।
গত বৃহস্পতিবার সকালে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিলেন এক দশম শ্রেণির ছাত্রী। আচমকাই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। জানা গিয়েছে, ১৬ বছর বয়সী শ্রী নিধি রামারেডি মণ্ডলের সিঙ্গারায়াপল্লি গ্রামের বাসিন্দা। স্কুলে পড়াশোনা করার জন্য কামারেডিতে থাকতেন। পুলিস জানিয়েছেন, স্কুল গেটের একটু আগেই তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবারও স্কুলে যাচ্ছিলেন দশম শ্রেণির পড়ুয়া। স্কুলে ঢোকার মুখেই আচমকা বুকে ব্যথা অনুভব করেন, লুটিয়ে পড়েন। ছাত্রীকে এই অবস্থায় দেখে তৎক্ষণাৎ ছুটে যান স্কুলের এক কর্মী। নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক পরীক্ষা করে সাড়া না পাওয়ায় তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। সেখানেই জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শ্রী নিধির। ঘটনায় শোকের ছায়া সহপাঠী, শিক্ষকদের মধ্যে।
শ্রী’র মৃত্যুতে ফের উঠে আসছে মোহিতের কথা। ১৪ বছরের মোহিত চৌধুরী। ষষ্ঠ শ্রেণির পড়ুয়া স্কুলের বার্ষিক খেলা প্রতিযোগীতার প্রস্তুতির সময়েই হৃদরোগে আক্রান্ত হয়। মৃত্যু হয় তার। ঘটনা আলিগড়ের। ওই একই জেলার আট বছরের দীক্ষা, বন্ধুদের সঙ্গে খালার সময়, হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। আবার একই ঘটনার পুনরাবৃত্তি।
রোজার স্মৃতির পাতায়: মেঘলা দিনের বিভ্রান্তি থেকে ইতিকাফের একান্ত প্রহর
সেলিম রেজা রমজান আসলেই ছোটবেলার রোজার দিনগুলো মনে পড়ে যায়। সেইসব দিন, যখন রোজার অর্থ ছিলো সারাদিন উপোস থেকে মাগরিবের...