ঘরে-বাইরে বেশি খাটেন মহিলারাই, বলছে কেন্দ্রীয় সমীক্ষা রিপোর্ট

ঘড়ির কাঁটা টিক টিক করে সামনের দিকে এগিয়ে চলেছে। কিন্তু আধুনিক সময়ে দাঁড়িয়েও লিঙ্গ বৈষম্য এখনও দূর হয়নি। সামনেই আসছে ৮ মার্চ। আর একটা আন্তর্জাতিক নারী দিবস। এই অবস্থায় মেয়েদের জন্য সুখবর শোনাল একটি কেন্দ্রীয় সমীক্ষা। তারা বলছে, ঘরে বাইরে পুরুষের চেয়ে বেশি পরিশ্রম করেন মহিলারাই।

দেখা যাচ্ছে, ২০১৯-এর তুলনায় ২০২৪-এ কর্মক্ষেত্রে পুরুষেরা বেশি সময় দিয়েছেন ঠিকই, কিন্তু সমান্তরাল ভাবে বেড়েছে তাঁদের বিনোদনের সময়ও। অথচ মহিলাদের কাজের সময় ঘরে–বাইরে দু’ক্ষেত্রেই বেড়েছে এই সময়কালে। এর মধ্যে ঘরের কাজের আবার কোনও পারিশ্রমিক নেই। সব মিলিয়ে দৈনিক গড়ে পুরুষদের তুলনায় ৬২ মিনিট বেশি কাজ করছেন মেয়েরা।

‘টাইম ইউজ সার্ভে’ শীর্ষক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, ২০১৯–এ ১৫-৫৯ বছর বয়সি মহিলারা দৈনিক গড়ে ২৯৯ মিনিট বাড়ির বিভিন্ন কাজ করতেন। ২০২৪-এ সেই সময় নেমে এসেছে ২৮৯ মিনিটে। অথচ, ২০২৪-এ পুরুষদের দৈনিক গড়ে মাত্র ৮৮ মিনিট গেরস্থালির কাজ করতে হয়েছে। ২০১৯–এ এটাই ছিল ৯৭ মিনিট।কিন্তু এই পাঁচ বছরে কর্মক্ষেত্রে মহিলাদের বেশি সময় ব্যয় করতে হয়েছে। ২০২৪–এ কর্মক্ষেত্রে মহিলারা দৈনিক গড়ে ৩৪১ মিনিট ব্যয় করেছেন, ২০১৯–এ যা ছিল ৩৩৩ মিনিট। ২০১৯–এ পুরুষরা কর্মক্ষেত্রে দৈনিক গড়ে ৪৫৯ মিনিট কাটাতেন, ২০২৪–এ সেটা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৩ মিনিটে। কিন্তু পাল্লা দিয়ে খেলাধুলো, সংস্কৃতি চর্চা, বিনোদনেও তাঁরা বেশি সময় দিয়েছেন। ২০১৯–এ যেখানে ছেলেরা এ সবের জন্য দিনে ১৬৪ মিনিট ব্যয় করতেন, সেখানে ২০২৪–এ ১৭৭ মিনিট খরচ করেন। অথচ ২০১৯-এ মহিলারা বিনোদনের জন্য দৈনিক গড়ে ব্যয় করতেন ১৬৫ মিনিট, যেটা ২০২৪-এ নেমে দাঁড়িয়েছে ১৬৪ মিনিটে। তাহলে এটাই প্রমাণ হচ্ছে ঘরে বাইরে বেশি খাটেন মহিলারাই।

Exit mobile version