অবশেষে পৃথিবীতে ফিরে আসছেন মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। নাসার দেওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় সময় বুধবার রাত ৩:৩০ নাগাদ আমেরিকার ফ্লোরিডা উপকূলে অবতরণ করবেন তাঁরা। পরিকল্পনা অনুযায়ী, পৃথিবীতে ফিরতে তাঁদের ১৭ ঘণ্টা সময় লাগবে।
ভারতীয় সময় মঙ্গলবার সকাল ৮:১৫-তে তাঁরা পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু করেন। তাঁদের ফিরিয়ে আনতে স্পেসএক্সের ‘ড্রাগন’ মহাকাশযান পাঠিয়েছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র (ISS)।
নাসার তরফে জানানো হয়েছে, দীর্ঘ সময় মহাকাশে ভেসে থাকার কারণে পৃথিবীতে ফিরে এলে তাঁরা মাধ্যাকর্ষণ বলের প্রভাব অনুভব করতে পারেন। উচ্চ রক্তচাপজনিত সমস্যাও দেখা দিতে পারে। চিকিৎসকদের মতে, হাঁটাচলা করতেও কয়েকদিন অসুবিধা হতে পারে তাঁদের। এজন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল প্রস্তুত রাখা হয়েছে।
গত বছর জুনে মাত্র আট দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে গিয়েছিলেন তাঁরা। কিন্তু তাঁদের মহাকাশযান বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় তাঁরা সেখানে প্রায় ৯ মাস ধরে আটকে পড়েন। অবশেষে সমস্যার সমাধান হওয়ায় তাঁরা পৃথিবীতে ফিরতে পারছেন।