বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: সিপিআইএম

CPM File Photo

টিডিএন বাংলা ডেস্ক:

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে এবার গভীর উদ্বেগ জানালো সিপিআই(এম) পলিট ব্যুরো। দেরি না করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বাংলাদেশের অন্তবর্তী সরকারের দৃঢ় হস্তক্ষেপেরও দাবি করেছে দলটি।

সিপিআইএম পলিট ব্যুরো বিবৃতিতে বলেছে, বাংলাদেশে হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি উদ্বেগজনক হয়েই রয়েছে। তাদের নিরাপত্তা এবং সুরক্ষার পক্ষে বিপজ্জনক একাধিক ঘটনা ঘটছে।
পলিট ব্যুরো বলেছে, মৌলবাদী শক্তিগুলি সাম্প্রদায়িক বিভাজন তৈরিতে সক্রিয়। বাংলাদেশের সরকারকে সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে এখনও কোনও দৃঢ় পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। শান্তি এবং সম্প্রীতির স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দেরি না করে এখনই পদক্ষেপ নিতে হবে।
সিপিআইএম বিবৃতিতে বলেছে, এই পরিপ্রেক্ষিতেই, ভারতে, হিন্দুত্ববাদী শক্তিগুলি উন্মত্ত এবং আগুন জ্বালানোর মতো প্রচার চালাচ্ছে। এদের উদ্দেশ্য সন্দেহজনক কারণ এই শক্তিগুলিই মুসলিমদের লক্ষ্যবস্তু করে সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে।
পলিট ব্যুরো বলেছে, ধর্মীয় সাম্প্রদায়িকতার ওপর ভিত্তি করে বিভাজনের রাজনীতি ভারত এবং বাংলাদেশ উভয়ের পক্ষে ক্ষতিকর।

Exit mobile version