শিলচরের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলায় মিছিল

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, ১৯ মে ২০২২

১৯ মে শিলচরের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলায় মিছিল হল বৃহস্পতিবার। সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চের উদ্যোগে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে মিছিল হয়। আবার জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকে রামলীলা ময়দান থেকে একটি মিছিল বের হয়। মিছিলেঅন্যদিকে মুর্শিদাবাদের বহরমপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ‍্যমে ঐতিহাসিক শিলচর ভাষা দিবস স্মরণ করে বাংলা পক্ষ নামে একটি সংগঠন। শোভাযাত্রার পথে ঈশ্বরচন্দ্র বিদ‍্যাসাগর, মাস্টারদা সূর্য সেন এবং ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল‍্যদান করেন সংগঠনের সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ‍্যায়। পদযাত্রার শেষে বহরমপুরের কালেক্টরেট ক্লাবের সভাকক্ষে এক আলোচনা সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে গর্গ চট্টোপাধ‍্যায় ছাড়াও বাংলা পক্ষ শীর্ষ পরিষদ সদস‍্য কৌশিক মাইতি, ডা অরিন্দম বিশ্বাস, মনোজিৎ বন্দ‍্যোপাধ‍্যায়, নুরুল হাসান ও কালাচাঁদ চট্টোপাধ‍্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। অধ‍্যাপক জ‍্যোতির্ময় রায়চৌধুরী কিভাবে বিচ্ছিন্ন দ্বীপ আন্দামানের বাঙালিকে ঐক‍্যবদ্ধ করেছেন সেই কথা তুলে ধরেন। সংগঠনের সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ‍্যায় বলেন” ভারতের প্রত্যেক রাজ‍্য ভূমিপুত্র সংরক্ষণের মাধ‍্যমে নিজের জাতির ভবিষ‍্যত সুরক্ষিত করছে, বাংলা ব‍্যতিক্রম হতে পারে না। বাংলা পক্ষ কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষায় যেমন বাংলা ভাষা দাবি করে তেমন বাংলার রাজ‍্য সরকারি চাকরিতেও বাংলা ভাষা পরীক্ষা বাধ‍্যতামূলক করার দাবি করে। সার্বিক ভাবে বাংলা পক্ষ বাংলা ভাষাকে কাজের ভাষা করে তুলতে চায়।”

Exit mobile version