নিজস্ব সংবাদাতা, টিডিএন বাংলা: ঝাড়খণ্ডের ভৌগোলিক, সামাজিক বিষয়ে কোনজ্ঞানই নেই অসমের মুখ্যমন্ত্রীর, এমনই মন্তব্য করলেন অসমের আমরা বাঙালি দলের সচিব সাধন পুরকায়স্থ। আসামের ওই বাঙালি নেতা এক প্রেস বিবৃতিতে উল্লেখ করেছেন, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে প্রচারে এসে প্রলাপ বকছেন অসমের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, নির্বাচনী প্রচারে অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অনুপ্রবেশ কারীদের বিরুদ্ধে আগুন লাগিয়ে সোনার ঝাড়খণ্ড গড়ার ডাক দেন। তিনি বলেন, ঝাড়খণ্ড দখল করে নিচ্ছে অনুপ্রবেশকারী মুসলমানরা৷ এইখানেই আমরা বাঙালী দলের অসম রাজ্য সচিব প্রশ্ন তোলেন, ঝাড়খণ্ডে বিজেপির উদ্দেশ্য কী? উন্নয়ন, না আগুন লাগানো? ঝাড়খণ্ডের পিছিয়ে থাকা বঞ্চিত মানুষের উন্নয়নের কথা অসম মুখ্যমন্ত্রীর কাছ থেকে শোনা যায়নি। তিনি যে সব কথা বলছেন একজন মুখ্যমন্ত্রীর মুখে তা শোভা পায় না৷ সাধন পুরকায়স্থ বলেন, ঝাড়খণ্ডের ভূমিপুত্র বাঙালী ও আদিবাসী যাদের সংখ্যা ৭০ শতাংশের বেশী৷ ঝাড়খণ্ড আদতে বাঙলার অংশ৷ সেখানে বিভিন্ন সম্প্রদায় ও বিভিন্ন ভাষাভাষির জনগোষ্ঠী শান্তিপূর্ণভাবে বাস করে৷ অসমের মুখ্যমন্ত্রী সেখানে আগুন লাগানোর কথা বলছেন৷ তিনি জানেন না ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারী কোন সমস্যা নয়৷ বিজেপি নেতারা যেখানেই যান সেখানেই অনুপ্রবেশের ভুত দেখেন৷ পুরকায়স্থ বলেন, আমি আশা করি ঝাড়খণ্ডের মানুষ বিদ্বেষ মনোভাবাপন্ন কোন দলকে ভোট দেবে না৷
ঝাড়খণ্ডের ভৌগোলিক সামাজিক বিষয়ে কোনজ্ঞানই নেই অসমের মুখ্যমন্ত্রীর: সাধন পুরকায়স্থ
