ফারুক আহমেদ, টিডিএন বাংলা:
প্রতি বছরের মতো এবারও পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগমের মিলন উৎসব শুরু হয়েছে। শুক্রবার রাজ্যের ওই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী, জাভেদ আহমেদ খান, মহম্মদ গুলাম রব্বানী সাংসদ নাদিমুল হক, প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান ড. পি বি সেলিম ও ম্যানেজিং ডিরেক্টর শাকিল আহমেদ সহ অনেকে। পার্ক সার্কাস ময়দানে আয়োজিত এই মিলন উৎসব চলবে ৭ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।
জানা গেছে, এই এই মিলন উৎসবের মূল উদ্দেশ্য কারিগর ও বেনিফিসিয়ারিদের তৈরি পণ্যের মার্কেটিং-এর ব্যবস্থা করা এবং বড় বড় ব্যবসায়ীদের ও অনলাইন বিক্রির সঙ্গে একটা যোগাযোগের ব্যবস্থা করে তাদের তৈরি জিনিসের বিক্রয়ের ব্যবস্থা করা যাতে তারা সামাজিক ও অর্থনৈতিকভাবে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে।
মিলন উৎসবে থাকছে গতবছরের মতো জবফেয়ার, শিক্ষা সচেতনতা শিবির, চাকরির জন্য কেরিয়ার কাউন্সেলিং, উৎপাদিত দ্রব্যের প্রদর্শন ও বিক্রয়, মেডিক্যাল প্যাভিলিয়নে স্বাস্থ্য পরীক্ষার শিবির এবং বিজ্ঞান প্রদর্শনী।
বাংলার বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের নিজস্ব হস্তশিল্পর প্রদর্শনী, নিজস্ব কুটিরশিল্প, খাবারদাবার, ফুডজোন, হাতের তৈরি নানান শিল্পের প্রদর্শন ও বিক্রির বিশেষ আয়োজন ছাড়াও প্রতিদিন থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের সংস্কৃতির মেলবন্ধন ঘটাবে বলে আয়োজকদের দাবি।
এখানে খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, শিখ, জৈন প্রভৃতি সম্প্রদায়ের লোকেরা আলাদা আলাদা দিনে নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠানও করবেন।