যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনি মা ফিদা বুকফাটা আর্তনাদ করে বলেছেন, আমরাও মানুষ। তিনি দুনিয়ার মানুষের কাছে আবেদন করেছেন, আমাদের জীবন পুনর্গঠনে আপনারা সাহায্য করুন।
ফিদা একজন সাত সন্তানের ফিলিস্তিনি মা। তিনি পরিবারকে বাঁচাতে আপ্রাণ লড়াই করছেন এবং গাজার মানুষে পাশে আছেন।
ফিলিস্তিনি ওই নারী বলেছেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সন্তানদের সুস্থ রাখা। প্রচণ্ড ঠান্ডা ও বৃষ্টি তাদের রোগের বিস্তার ঘটাচ্ছে এবং সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বন্যা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি আমাদের যা কিছু আছে তা ধ্বংস করে দিচ্ছে এবং অনিরাপদ ও অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেছে। আমার সন্তানদের কষ্ট পেতে দেখে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আছি। এমনকি আমি চিন্তিত যে আমরা পরবর্তী ঝড় তুফান থেকে আদৌ বাঁচব কি না।’
পার্সটুডের খবর অনুযায়ী, গত বছর ইসরাইলি হানাদারদের হাতে ফিদার স্বামী শাহাদাত বরণ করেন। তিনি বলেছেন, “স্বামী হারিয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়ি এবং আমার জীবনে বিরাট শূন্যতা সৃষ্টি হয়। তিনি ছিলেন আমাদের জীবনের স্তম্ভ, আমার অবলম্বন, আমার সবচেয়ে বড় সাহায্যকারী। তাকে ছাড়া এখন আমিই সন্তানদের মা আমিই সন্তানদের বাবা। এটা এমন এক জীবন যা ভাষায় প্রকাশ করা যাবে না। তার অনুপস্থিতি আর্থিকভাবে আমাদের আরও সমস্যায় ফেলেছে।”
গাজার মা সাহসী। এই কঠিন পরিস্থিতির মধ্যে তিনি বলেছেন: “আমার অনুভূতিতে প্রতিরোধ শক্তি এবং আশা উভয়ের সংমিশ্রণ রয়েছে। আশা করি আমাদের এ কষ্টের অবসান ঘটবে এবং একদিন আমরা মর্যাদা ও শান্তিপূর্ণ জীবন ফিরে পেতে সক্ষম হব।”
তিনি বলেছেন, “আমি চাই বিশ্বের মানুষ যাতে বুঝতে পারে যে আমরা ফিলিস্তিনিরা শুধু পরিসংখ্যান তৈরির বস্তু নই। আমরাও স্বপ্ন, পরিবার এবং ভবিষ্যতের আশা নিয়ে বেঁছে থাকতে চাই, আমরাও মানুষ। আমরা চাই বিশ্ব আমাদের দেখুক, আমাদের দুরবস্থা সম্পর্কে জানুক এবং আমাদের জীবন পুনর্গঠনে সাহায্য করুক।”