বছর খানেক থেকে মাঝে মাঝে জাতি হিংসায় অশান্ত হয় মনিপুর। বিভিন্ন হিংসার খবর সামনে আসে। এবার শনিবার মণিপুরের কামজং জেলায় অসম রাইফেলসের একটি অস্থায়ী ঘাঁটিতে ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। স্থানীয় মানুষের একাংশ অসম রাইফেলসের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছেন।
বিভিন্ন খবরে প্রকাশ, শনিবার হংবেং এলাকার নাগা জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় বাড়ি তৈরির জন্য কাঠ কেটে নিয়ে যাচ্ছিলেন স্থানীয় কিছু মানুষ। অভিযোগ, কাঠবোঝাই গাড়িটি আটকে দেন অসম রাইফেলসের জওয়ানেরা। এরপর থেকেই শুরু হয় অসন্তোষ।
উল্লেখ্য, মণিপুরের দুটি বৃহত্তম গোষ্ঠী, সংখ্যাগরিষ্ঠ মেইতি এবং সংখ্যালঘু কুকি-র মধ্যে মূলত সমস্যা। ওই দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয় রাজ্যটি। মাঝে ইম্ফলে কার্ফু জারি এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে বাধ্য হয় মণিপুর প্রশাসন। মণিপুরের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রী সাপাম রঞ্জনের লাম্ফেল সানাকেইথেলের বাসভবনে হামলা চালিয়েছে উত্তেজিত জনতা। টার্গেট করা হয়েছিল উপভোক্তা বিষয়ক মন্ত্রী সুসীন্দ্র সিংয়ের বাড়িও। মুখ্যমন্ত্রী বীরেন সিংহের পাশাপাশি রাজ্যের বেশ কয়েক জন বিধায়কের বাড়িতে হামলা চালায় উন্মত্ত জনতা। মুখ্যমন্ত্রী বীরেনের বাড়ির অদূরে বোমা উদ্ধার হয়। এই আবহে গত ৩১ ডিসেম্বর মণিপুরের অশান্তির জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা চান মণিপুরের মুখ্যমন্ত্রী। যা ঘটেছে সেটা ভুলে নতুন করে শুরু করার কথা বলেছেন বীরেন। কিন্ত মনিপুর যেন শান্ত হচ্ছে না!