ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র রমজান মাস চলছে। এই সময়ে ধর্মপ্রাণ মুসলিমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস পালন করেন। অনেক মুসলিম খেলোয়াড়ও এই রোজা রেখেই মাঠে নামেন, খেলার মাঝেই ইফতার করেন।
বার্সেলোনার উদীয়মান তারকা লামিনে ইয়ামালও সেই রোজাদার খেলোয়াড়দের একজন। কয়েক দিন আগে চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচে রোজা রেখে মাঠে নেমেছিলেন তিনি। শুধু খেলেনই না, দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই ম্যাচে প্রথম গোলটি করান সতীর্থ রাফিনিয়াকে দিয়ে, এরপর নিজেই করেন দ্বিতীয় গোলটি।
দুই গোলের মাঝে ইফতারের সময় হলেও খেলা চলছিল। তাই সুযোগ পেয়ে মাঠেই পানি পান করে রোজা ভাঙেন ইয়ামাল। এই দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই তাঁর এই ধর্মীয় অনুশাসন মেনে খেলার প্রতি নিবেদন দেখে প্রশংসা করেছেন।
রমজানে রোজা রেখে মাঠে নেমে খেলোয়াড়দের পারফরম্যান্স অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তবে ইয়ামাল দেখিয়েছেন, ইচ্ছাশক্তি থাকলে তা কোনো বাধা হতে পারে না। তাঁর এমন পারফরম্যান্স অনুপ্রাণিত করেছে অসংখ্য ভক্তকে।