মোহাম্মদ সাদউদ্দিন
১৯৭৭ সাল। তখন মনে হয় বাংলার মাসটা হবে ভাদ্র মাসের মাঝামাঝি। স্কুলের ষাম্মাষিক পরীক্ষাটা শেষ হয়েছে। মনস্থির করলাম অন্তত পুরো না পারলেও সাত-আটটা রোজা করব। তখন ১০-১২ রোজা হয়ে গেছে। আগের বছরগুলিতে দু-একটা সখের রোজা করেছি। কিন্তু এই রোজা ৭-৮ থেকে একেবারে ২০টাই করে ফেললাম।
আমার নানি হাসিনা খাতুন ছিলেন অত্যন্ত পরহেজগার। তিনি খুব দোওয়া করতেন। তারপর সেই যে সাহস ভেঙে গেল, ব্যস আর যাই কোথা? এখন সেটাকে ধরে রাখতে পেরেছি। তবে মাঝেমাঝে শারিরীক অসুবিধা হলে অনেকসময় পরিস্থিতির শিকার হয়ে রোজা ভাঙতে হয়েছে। নানি আবার বলে দিতেন ওটা পুজিয়ে দিতে হবে। এমন একটা ট্রেনিং যা অবশ্যই রেজিমেন্টেড, জনসংযোগ ও পারস্পরিক রিলেশনকে শক্তিশালী করে। ভীষণ মাসকমিউনিকেশনকে শক্তিশালী করে। একটা নিয়মের বন্ধনেই সবকিছুই হয়।
না, আমি কোনো বিচ্ছিন্ন মনোভাব নিচ্ছি না। এখনো গ্রামের রমজান মাস আমাকে টানে। সে এক দারুণ তৃপ্তি। স্বাস্থ্যর পক্ষেও ভীষণ বিজ্ঞান সম্মত ব্যবস্থা। ইসলাম রীতিনীতির দ্বারা আবদ্ধ। ইসলামের অর্থনৈতিক বেশ একটা শক্তিশালী জায়গায় অবস্থান করছে। তাই যাকাত, ফিতরা , উসর ও সরকার মতো দান এই ইসলাম-বিধির মধ্যে রয়েছে। তাই ইসলাম অবশ্যই একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। রমজানও ঠিক তাই।