অভিষেকের সঙ্গে দেখা মেলেনি, মাদ্রাসা চাকরি প্রার্থীদের লালবাজার নিয়ে গেল পুলিশ

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, ২২ সেপ্টেম্বর ২০২২

তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু তাঁর দেখা মেলেনি, এরপর বৃহস্পতিবার মাদ্রাসা চাকরি প্রার্থীদের লালবাজার নিয়ে যায় কলকাতা পুলিশ।
এমএসসি পাস আন্দোলনকারীদের নেতা মনিরুল ইসলাম জানান,’ এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে ক্যামাক স্ট্রিটে গিয়েছিলাম। সেদিন আমাদের দাবিপত্র নেওয়া হয় কিন্তু দেখা হয়নি। এরপর আরও কয়েকবার দেখা করার চেষ্টা করেছি,কিন্তু দেখা পায়নি। বৃহস্পতিবার আবার দাদার সঙ্গে দেখা করতে যাই। কিন্তু দেখা পায়নি,পুলিশ চাকরি প্রার্থীদের গাড়িতে তুলে লালবাজার নিয়ে যায়।

তিনি ফেসবুকে লেখেন,’শুধু অভিষেক ব্যানার্জির সাথে দেখা করতে এসেছিলেন মাদ্রাসা সার্ভিস কমিশনে উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। এর পূর্বে দুবার দেখা করে কথা বলবেন বলে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। চারটি বছর ধরে চুরি করে মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান লুকিয়ে বেড়াচ্ছেন। চাকরি প্রার্থীদের সাথে দেখা করছেন না। চাকরি প্রার্থীরা আজ ক্যামাক স্ট্রিটে উনার সাথে দেখা করতে গেলেই টেনে হিচড়ে মার ধোর করে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় লাল বাজার থানায়। বাংলার জনগণের কাছে আবেদন মাদ্রাসা সার্ভিস কমিশনে উত্তীর্ণ চাকরিদের পাশে দাঁড়ান।’
মনিরুল জানান, নবিন বেরা, রনজিন খাঁ, টুম্পা সরকার, শিপ্রা মন্ডল, মোহাম্মদ সালাউদ্দিন,বেল্লাল শেখ, রজিনা খাতুন সহ অনেককে পুলিশ লালবাজার নিয়ে যায়।
এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা না করায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে অল ইন্ডিয়া মাইনোরিটি এসোসিয়েশন তথা আইমার সম্পাদক পীরজাদা রুহুল আমীন লেখেন,’চার বছর ধরে মাদ্রাসা সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তিনিও লুকিয়ে বেড়াচ্ছেন। চাকরি প্রার্থীদের সাথে দেখা করছেন না। চাকরি প্রার্থীরা আজ অভিষেক ব্যানার্জির সাথে দেখা করতে গেলেই পুলিশ গ্রেফতার করে নিয়ে যান লাল বাজার থানায়। আজকাল নেতাদের সঙ্গে দেখা করতে গেলেও জেলে যেতে হতে পারে। সৌজন্যতা, অধিকার, দাবি এসব বাংলার রাজনীতিতে লুপ্তপ্রায়। তাই সাবধান থাকুন সচেতন থাকুন।

Exit mobile version