প্রাথমিক শিক্ষাতেও চালু হচ্ছে সেমিস্টার পরীক্ষা, অভিন্ন প্রশ্নপত্র, জাতীয় শিক্ষানীতি ক্লাস প্রথম শ্রেণী থেকেই

এবার প্রাথমিক শিক্ষাতেও চালু হচ্ছে সেমিস্টার। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে। ৬ মাস অন্তর হবে অর্থাৎ বছরে দুবার পরীক্ষা নেওয়া হবে। এমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

শুক্রবার সাংবাদিক বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ‘‘বর্তমানে প্রাথমিক শিক্ষা কাঠামোর আমূল পরিবর্তন করছি। ২০২৫ সালেই আমরা পাঠক্রম কাঠামোতে পরিবর্তন আনছি। আমরা চালু করছি ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম (সিবিসিএস)। প্রাথমিক শিক্ষা বর্ষে একাডেমিক বছরকে দুভাগে ভাগ করা হবে। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত হবে প্রথম সেমিস্টার এবং জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত হবে দ্বিতীয় সেমিস্টার। শুধু সেমিস্টার নয় থাকবে নম্বর ক্রেডিটের প্রক্রিয়াও।

তিনি আরও জানিয়েছেন, ‘‘ ২০২৫ শিক্ষা বর্ষ থেকে নতুন পাঠ্যক্রম কাঠামো যা গোটা পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুল গুলিতে আমরা বাস্তবায়ন করছি। বিদ্যালয় শিক্ষা দপ্তরে কারিকুলাম ফ্রম ওয়ার্ক জমা দিয়েছিল শিক্ষা পর্ষদ। যা মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর অনুমোদনে বিদ্যালয় শিক্ষা দপ্তর ২৬ ডিসেম্বর প্রণয়ন করার অনুমতি দিয়েছেন। জাতীয় শিক্ষা নীতি ২০২০ উপর ভিত্তি করে ২০২৩ শিক্ষাবর্ষ থেকে রাজ্য শিক্ষা নীতি প্রণয়ন করেছি।’’

গৌতম পাল জানিয়েছেন, ২০০৯ রাইট টু এডুকেশন আইন অনুসারে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘নো ডিটেনশন’ পলিসি আছে। প্রাক প্রাথমিকে ক্রেডিট ফ্রেমওয়ার্কে আনা হবে না। প্রথম থেকে দ্বিতীয় শ্রেণিতে গোটা শিক্ষাবর্ষে ৮০০ ঘণ্টা অতিক্রান্ত করতে হবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে গোটা শিক্ষাবর্ষে ১০০০ ঘণ্টা অতিক্রান্ত করতে হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে সিঙ্গল সেমিস্টারে ৩৭৬ ঘণ্টা করে ও তৃতীয় থেকে পঞ্চম সিঙ্গল সেমিস্টারে ৪৬০ ঘণ্টা কাটাতে হবে। লিখিত পরীক্ষা হবে ৬০ ঘণ্টার।

পর্ষদের তরফে জানানো হয়েছে, এ বার থেকে ১০০ নম্বরে পরীক্ষা দু’ভাগে ভাগ করা হয়েছে। জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর— গোটা বছরকে এই দু’ভাগে ভাগ করে পরীক্ষা নেওয়া হবে। প্রথম সিমেস্টার হবে ৪০ নম্বরে। পরের পরীক্ষা হবে ৬০ নম্বরে। ৪০ নম্বরের পরীক্ষা কোনও লিখিত আকারে হবে না। ৪০ নম্বরের মধ্যে ২০ নম্বর থাকবে পড়ুয়াদের উপস্থিতি, ক্লাসে আচরণ ইত্যাদি বিষয় মূল্যায়নের উপর। বাকি ২০ থাকবে বিভিন্ন প্রজেক্টের ভিত্তিতে। দ্বিতীয় সিমেস্টার হবে পুরোটাই লিখিত।

Exit mobile version