১ ফেব্রুয়ারি কলকাতা বইমেলায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল ‘নতুন পয়গাম’ পত্রিকার সীরাতুন্নবী সংখ্যা “মহানবীর মহাজীবন”। নিতান্ত ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সেলিম রেজা, শেখ গোলাম মোস্তফা, ওয়াসিফ আলি, নূর ইসলাম, বদরুদ্দোজা সাহেব, সামসুল আলম ও নতুন পয়গাম পত্রিকার সম্পাদক মুদাসসির নিয়াজ প্রমুখ।
কী আছে বইয়ে? অতিথি সম্পাদক পাভেল আখতার সহ এই সংকলনের লেখকদের সকলকে ধন্যবাদ জানিয়ে সম্পাদক মুদাসসির নিয়াজ টিডিএন বাংলাকে বলেন, বিশ্বনবী (সা:) এর সীরাতের ওপর অনেক বই আছে। কিন্তু এরকম বিষয়ভিত্তিক বই ছিল না। নতুন পয়গাম পত্রিকা সেই শূন্যস্থান পূরণের চেষ্টা করেছে। মহানবী (সা:) এর জীবনী ছাড়াও তাঁর সাম্যবাদী রাজনীতি, সুদবিহীন অর্থনীতি, ভারসাম্যপূর্ণ বিদেশনীতি, প্রতিরক্ষা নীতি, সুষম শিক্ষা নীতি, মানবিক শ্রমনীতি, কল্যাণকর স্বাস্থ্যনীতি, আত্মীয় ও প্রতিবেশীর অধিকার, পোশাকবিধি ও তাঁর আধুনিক মনন এবং ভাবনা, জন্মনিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা, মানবাধিকার, দান সাদকা, যাকাত আদায় ও বণ্টন পদ্ধতি, প্রকৃতি ও পরিবেশ সচেতনতা, বিজ্ঞান ভাবনা, নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন, নারী স্বাধীনতা, দুর্নীতি নির্মূলে দাওয়াই, উগ্রবাদ ও সন্ত্রাস রোধে কার্যকর নীতিমালা ইত্যাদি প্রায় ৮০ টা দিক ও বিভাগের ওপর নবী (সা:) এর চিন্তা ভাবনা, অভিমত ও নীতিমালা নিয়ে লিখেছেন প্রায় ৯০ জন লেখক।
৪৭২ পাতার জেল বাইন্ডিং বইয়ের বিনিময় মূল্য ৪৫০ টাকা এবং বিক্রয় মূল্য ৩৫০ টাকা। প্রকাশক সৃজন।