চলছে পবিত্র রমজান। উপবাস করছে গোটা বিশ্ব মুসলিম। এরই মধ্যে গাজার বিস্তীর্ণ এলাকায় হামলা চালালো ইসরাইল। আজ মঙ্গলবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা ৩৪২ জনে পৌঁছেছে। এখন পর্যন্ত নিহতদের মধ্যে গাজার উত্তরাঞ্চলেই প্রাণ হারিয়েছেন ১৫৪ জন।
মঙ্গলবারের হামলায় দক্ষিণ গাজার খান ইউনিসে কমপক্ষে ৭৭ জন এবং উত্তর গাজা সিটিতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। ইসরাইলি হামলা দক্ষিণে দেইর আল-বালাহ ও রাফাহ শহরের কেন্দ্রস্থলেও আঘাত হেনেছে।
হোয়াইট হাউজের এক মুখপাত্র সংবাদমাধ্যমে স্বীকার করেছেন যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে এই হামলা চালিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইলি পণবন্দীদের মুক্তি দিতে বা যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাবে রাজি না হওয়ার জন্য তিনি হামাসের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেয়ার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইসরাইল এখন থেকে সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
বিবিসির খবরে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীরা বলছেন, পবিত্র রমজান মাস হওয়ায় অনেক লোক সেহরি খাচ্ছিলেন, তথনই গাজায় বিস্ফোরণ শুরু হয়।
বিবিসি আরো জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি বাতিলের জন্য ইসরায়েলের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ এনে হামাস ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, ইসরায়েল গাজায় বন্দি অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের “একটি অজানা ভাগ্যের” দিকে ঠেলে দিলো।
তবে হামাস এখনও ঘোষণা করেনি যে তারা যুদ্ধ পুনরায় শুরু করছে, পরিবর্তে মধ্যস্থতাকারীদের এবং জাতিসংঘকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে।
এরই মধ্যে ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরুর ইঙ্গিত দিয়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আগামীকাল বুধবার বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।