বিকৃতমনা ছেলেকে পাঁচ টুকরো করল মা

টিডিএন বাংলা ডেস্ক: সন্তানের সামান্য আঘাত সহ্য করতে পারে না মা। আর এক্ষেত্রে খোদ মায়ের বিরুদ্ধে তার সন্তানকে খুনের অভিযোগ উঠল। ছেলেকে অনেক বুঝিয়ে কোনও কাজ না হওয়ায় তিনি এই পদক্ষেপ নেন বলে অভিযোগ।
অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় এক মায়ের বিরুদ্ধে তাঁর ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, হত্যার পর তিনি কয়েকজন আত্মীয়ের সাহায্য নিয়ে ছেলের দেহ পাঁচ টুকরো করে বস্তায় পুড়ে ক্যানেলে ফেলে দিয়েছে বলে অভিযোগ। কিন্তু কেন? কোন পরিস্থিতিতে এই ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে পারল একজন মা?
দিনের পর দিন ছেলের কুকীর্তি। শেষপর্যন্ত থাকতে না পেয়ে ভয়ংকর কাণ্ড করে বসল খোদ মা। নিজের ছেলেকে কুড়ুল দিয়ে ৫ টুকরো করল। তারপর সেই দেহাংশ ফেলে দিয়ে এল গ্রামের পাশের ক্যানালে। তার পর থেকেই উধাও ওই মহিলা। পুলিস এখনও তার নাগাল পায়নি।
প্রকাশাম জেলার পুলিস সুপার এ আর দামোদর সংবাদমাধ্যমে বলেন, কে লক্ষ্মী নামে ওই মহিলা তাঁর ছেলে শ্যামাপ্রসাদকে খুন করেছে। পেশায় সাফাইকর্মী ওই যুবক খুন হয়েছে গত ১৩ ফেব্রুয়ারি। প্রসাদকে খুন করতে লক্ষ্মীকে সাহায্য করেছে তার আত্মীয়রাই।
কেন এমন ভয়ংকর ঘটনা? দামোদর জানিয়েছেন, ছেলের বিকৃতি আর সহ্য় করতে পারছিল না লক্ষ্মী। সম্প্রতি নিজের মামীকে ধর্ষণের চেষ্টা করেছিল প্রসাদ। এছাড়াও বেঙ্গালুরু, খান্নম ও হায়দরাবাদে একাধিক আত্মীয়র সঙ্গে অশালীন আচরণ করেছিল প্রসাদ।
পুলিসের দাবি একটি কুড়ুল দিয়ে কুপিয়েই ছেলেকে খুন করে লক্ষ্মী। তার পর প্রসাদের দেহ ৫ টুকরো করে। এরপর ৩টি বস্তায় দেহাংশ ভরে তা ফেলে দিয়ে আসে গ্রামের প্রান্তের ক্যানালে। লক্ষ্মীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। তবে তার নাগাল পায়নি পুলিস।

Exit mobile version