টিডিএন বাংলা ডেস্ক: মুসলিমদের নিয়ে অসম বিধানসভায় স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহলের ‘ বিতর্কিত ‘ মন্তব্য ঘিরে তোলপাড়। এআইইউডিএফ দাবি করে, তাঁর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন ভঙ্গের অভিযোগ আনা হোক।
ইউডিএফ বিধায়ক রফিকুল ইসলাম এদিন সিংহলের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন ভঙ্গের দাবি তোলেন। সেইসঙ্গে তাঁর আরও দাবি সিংহল মন্ত্রী হওয়ার সময় যে শপথ নিয়েছেন তা ভঙ্গ করেছেন।
সবার প্রতি সম মনোভাব নিয়ে দায়িত্ব পালন করবেন। ঈশ্বরের নামে এই শপথ নিয়েই মন্ত্রী হয়েছেন। কিন্তু মুসলমানদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে সকলের প্রতি সম-দৃষ্টির পথ থেকে বিচ্যুত হয়েছেন অশোক সিংহল, এই অভিযোগে তাঁর বিরুদ্ধে মঙ্গলবার বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনে এআইইউডিএফ। তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবিও তুলেছেন এই দলের বিধায়করা। কিন্তু অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি বিধানসভার নিয়মাবলী দর্শিয়ে ইউডিএফ-এর স্বাধিকার ভঙ্গের প্রস্তাবকে নস্যাৎ করে দেন। এরপর নিজেদের অবস্থানে অটল থেকে তুমুল হট্টগোল করতে থাকেন বিধায়করা। এই পরিস্থিতিতে কুড়ি মিনিটের জন্য বিধানসভা মুলতুবি করেন অধ্যক্ষ। পরে ফের বিধানসভা বসলেও ওই ইস্যুতে আবার গলা চড়ান ইউডিএফ বিধায়করা।
কিছুদিন আগে তাঁর নির্বাচন কেন্দ্র ঢেকিয়াজুলিতে এক জনসভায় সিংহল বলেছেন, হিন্দুদের ধর্মীয় উৎসবে কোনও মিঞাকে যেন দোকান খুলতে দেওয়া না হয়। সিংহলের মন্তব্য, তিনি যাঁদের সঙ্গে থাকেন, একদম একশো শতাংশ থাকেন। আর কারও সঙ্গে না থাকলে একশো শতাংশই থাকেন না।
সিংহলের মিঞা মন্তব্যে মিঞাদের সঙ্গে তিনি একশো শতাংশ নেই। একইসঙ্গে তিনি বলেন, হিন্দুদের উৎসবে কেন দোকান দেবে মিঞারা। কোথায়, ঈদে তো ওদের তল্লাটে যায় না হিন্দু ছেলেরা। সভায় উপস্থিতদের উদ্দেশে সিংহল বলেন, ‘আপনারা আমার সঙ্গে থাকলে আমিও আপনাদের সঙ্গে আছি। কিন্তু আপনারা যদি মিঞাদের সঙ্গে থাকেন, তাহলে আমি আপনাদের পাশে নেই’।
উপস্থিত জনতার কেউ কেউ ঠিক কথা, ঠিক কথা বলে সিংহলের তালে তাল ঠোকেন। এতে সন্তুষ্ট না হয়ে সিংহল বলেন, তিনি কি ভুল কিছু বলেছেন না কি! নইলে হাততালি নেই কেন? সঙ্গে সঙ্গে সবাই হাততালি দিয়ে জানিয়ে দেন, তাঁরা সিংহলের কথায় একমত।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর এমনতর বক্তব্যে তেলে বেগুনে জ্বলে উঠেছেন ইউডিএফ বিধায়করা। মঙ্গলবার দলের সবাইকে উপাধ্যক্ষ দশ মিনিটের জন্য সাসপেন্ড করার পর তাঁরা বিধানসভার বাইরে সাংবাদিকদের বলেছেন, সবার প্রতি সমান মনোভাব দেখিয়ে কাজ করবেন বলে ঈশ্বরের নামে শপথ নিয়েছিলেন সিংহল। কিন্তু তিনি মিঞাদের সঙ্গে নেই বলে একটা সম্প্রদায়কে অপমান করেছেন। চরম সাম্প্রদায়িক মন্তব্য করেছেন তিনি। এর জন্যই সিংহলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছেন তাঁরা। সেইসঙ্গে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিও তোলা হয়েছে তাঁদের তরফ থেকে। সূত্র: দৈনিক সাময়িক প্রসঙ্গ ও অন্যান্য