টিডিএন বাংলা ডেস্ক: ফের আক্রান্ত দলিত। নিম্নবর্ণের হিন্দুদের উপর যেন আক্রোশ থামছে না। এবার দলিত ছাত্রের দু’টি হাত কেটে নেওয়ার অভিযোগ উঠল তামিলনাড়ুর শিবগঙ্গাই জেলায়। বুধবারের ওই ঘটনায় অভিযোগ উঠেছে উচ্চবর্ণের তিন যুবকের বিরুদ্ধে।
উচ্চবর্ণের তিন যুবক জাত তুলে গালাগাল করতেই প্রতিবাদে মুখর হয়েছিল দলিত ছাত্র। যার ভয়ঙ্কর মাসুল গুনতে হল তাঁকে। উচ্চবর্ণের তিন যুবকের বিরুদ্ধে দলিত ছাত্রের দু’হাত কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর শিবগঙ্গাই জেলায়।
তৃতীয় বর্ষের ছাত্র আয়াস্বামী বুধবার বাইকে করে কাকা ভূমিনাথনের বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, ফেরার সময় পথে উচ্চবর্ণের তিন যুবক বিনোদ, এশ্বরন এবং বল্লারাসু ওই দলিত ছাত্রের পথ আটকায়। এরপর তাঁকে জাত তুলে কটূক্তি করে। প্রতিবাদ করে এই দলিত ছাত্র। তখনই রাগে অভিযুক্তরা আয়াস্বামীকে রাস্তায় ফেলে মারধর করে।
তিন যুবকের সঙ্গে এঁটে উঠতে পারেননি আয়াস্বামী। তাঁকে বাঁচাতে বেশ কয়েকজন এগিয়ে আসেন। কিন্তু তার মধ্যেই অভিযুক্তদের মধ্যে একজন ধারাল অস্ত্র বের করে দলিত ছাত্রকে টানতে টানতে পাশের জঙ্গল এলাকায় নিয়ে যায়। সেখানেই ছাত্রটির দু’হাত কেটে দেয়। রক্তাক্ত অবস্থায় আয়াস্বামীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্তে নামে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
ধৃত উচ্চবর্ণের তিন যুবক বিনোদ, এশ্বরন এবং বল্লারাসুর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ২৯৪(বি), ১২৬, ১১৮(১), ৩৫১(৩)-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।