বিরোধীদের আপত্তি উড়িয়ে যৌথ সংসদীয় কমিটিতে পাশ হয়ে গেল ওয়াকফ বিল, ১৪টি সংশোধনের প্রস্তাব কমিটির

বিরোধী সাংসদদের আপত্তি উড়িয়ে যৌথ সংসদীয় কমিটিতে পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। জানা গেছে, বিজেপি এবং তার সহযোগী দলগুলির সাংসদেরা যে সংশোধনী প্রস্তাবগুলি জমা দিয়েছিলেন, তার ১৪টি গৃহীত হয়েছে।

এরপর সংসদের দুই কক্ষে পাশ করতে হবে বিলটিকে। তারপর ওই বিলে রাষ্ট্রপতির অনুমোদন মিললে ১৯৯৫ সালের ওয়াকফ আইনের নতুন নাম হবে ‘ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিশিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট’।

মুসলিম সমাজ ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে আন্দোলন করছে। তারা কোনোভাবে এই সংশোধনী মানবে না বলে জানিয়ে দিয়েছে। বিরোধীদের অভিযোগ, সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন। সেই কারণেই তাড়াহুড়ো হচ্ছে এই বিল পাশ করানোর জন্য। সবমিলিয়ে এই বিলে ৪৪টি সংশোধনীর দাবি করেছিলেন বিরোধী সাংসদরা। কিন্তু তাঁদের দাবি নাকচ করে দিয়েছে কমিটি।

শুক্রবার এবং শনিবার কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল শেষ দফায় জেপিসির বৈঠক ডেকেছিলেন। তিনি বলেন, ‘‘বিলের প্রতিটি (৪৪টি সংশোধনী) ধারা ধরে পর্যালোচনা করা হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতি মেনেই সিদ্ধান্ত হচ্ছে। ১৪টি সংশোধনী-সহ বিলটি পেশ করার জন্য সরকারের কাছে জেপিসি সুপারিশ করবে।’’


কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল জানান, বিরোধীরা যা প্রস্তাব করেছেন তার পক্ষে মাত্র ১০টি করে ভোট পড়েছে। খবরে প্রকাশ, ১৪টি সংশোধনী নিয়ে আগামী ২৯ জানুয়ারি ফের ভোটাভুটি হবে। ৩১ জানুয়ারি চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারে কমিটি।

Exit mobile version