ভারতের অতীত ইতিহাস বলছে, প্রায় প্রতিটি সরকার স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে আওয়াজ তুলেছে। ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়িয়ে ইসরাইলি সেনাদের বর্বরতার বিরুদ্ধে কথা বলেছে। এদেশের বেশিরভাগ মানুষ ফিলিস্তিনের পক্ষে।
প্রায় দেড় বছর আগে গাজা দখলের অভিযান শুরু করে ইসরাইল। দুনিয়া জুড়ে প্রতিবাদ হয়। ইউরোপ ছাড়াও এশিয়া মহাদেশের মানুষও পথে নেমেছে। কিন্তু সোমবার কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা অভিনব উদ্যোগ নেন। তিনি এদিন সংসদে ঢুকলেন ‘প্যালেস্টাইন’ লেখা একটি ব্যাগ কাঁধে নিয়ে। প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনদের একাংশ। তবে বিজেপি সাংসদেরা প্রিয়ঙ্কার বিরূদ্ধে সংখ্যালঘু তোষণের রাজনীতির অভিযোগ করেছেন।
কংগ্রেসের মুখপাত্র শামা মহম্মদ জানিয়েছেন, ‘‘একটি বিশেষ ব্যাগ বহন করে প্যালেস্টাইনের প্রতি তাঁর সংহতি জানিয়েছেন প্রিয়ঙ্কা। এ হল সমবেদনা, ন্যায়বিচার এবং মানবতার প্রতি অঙ্গীকার!’’
কিন্তু বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেন, ‘‘নেহরু-গান্ধী পরিবারের এমন আচরণ নতুন কিছু নয়। জওহরলাল থেকে প্রিয়ঙ্কা পর্যন্ত সকলেই তোষণের ঝুলি নিয়ে ঘুরে বেড়ান। ওঁদের কাঁধে কখনও জাতীয়তাবাদ বা দেশপ্রেমের ঝুলি দেখবেন না।’’