সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা: কুশীনগরের মদনি মসজিদ ভাঙা যাবে না

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি ২০২৫: কুশীনগরের ঐতিহাসিক মদনি মসজিদ ভাঙার বিরুদ্ধে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। আদালতের আগের নির্দেশ উপেক্ষা করে রাজ্য প্রশাসন মসজিদের কিছু অংশ ভাঙতে শুরু করায় উত্তর প্রদেশ সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে।

বিচারপতি বি.আর. গাভাই ও এজি মসিহের বেঞ্চে এই বিষয়ে একটি আবেদন জমা পড়ে। তাতে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই মসজিদ ভাঙায় স্থগিতাদেশ দিয়েছিল। তবে সেই নির্দেশ লঙ্ঘন করে ৯ ফেব্রুয়ারি থেকে রাজ্য প্রশাসন মসজিদ ভাঙার কাজ শুরু করে।

উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, মসজিদটি অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মাণ করা হয়েছিল। তবে আবেদনকারীরা পাল্টা যুক্তি দেন, সুপ্রিম কোর্টের আগের রায়ের ভিত্তিতে যেকোনো ধর্মীয় স্থাপনার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য শোনা বাধ্যতামূলক। পাশাপাশি, বহু ক্ষেত্রে জরিমানা নিয়ে অনুমোদন দেওয়া হলেও এখানে তেমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

এই ঘটনা ঘিরে উত্তর প্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে মসজিদ ভাঙার অভিযোগ উঠেছে। বিরোধীদের মতে, এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাজ্যে ধর্মীয় বিভাজন বাড়ানোর চেষ্টা চলছে।

সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়ে জানিয়েছে, পরবর্তী শুনানির আগে মসজিদের কোনও অংশ ভাঙা যাবে না। পাশাপাশি, আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে উত্তর প্রদেশ সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Exit mobile version