ওয়াকফ সম্পত্তি রক্ষায় উত্তাল উত্তর কাটিগড়া, ওয়াকফ আইনের বিরুদ্ধে পথে আসামের হাজার হাজার মানুষ

ওয়াকফ সম্পত্তির উপর কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত সংশোধনী আইনকে “কালো আইন” আখ্যা দিয়ে দেশব্যাপী প্রতিবাদের ঢেউ আরও জোরদার হচ্ছে। সেই আন্দোলনেরই প্রতিফলন দেখা গেল বুধবার আসামের কাছাড় জেলার উত্তর কাটিগড়ায়।

বিহাড়া, কলাছড়ি, সেউতি, কান্দি, সরিষাকুড়ি, বুরুঙ্গা ও ভাঙ্গারপার সহ বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ এদিন সকালে মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। সকাল দশটা থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিল গ্রামাঞ্চলের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে কালাইন-শিলচর সড়ক ধরে মোহনপুর বাজারে গিয়ে শেষ হয়। মিছিলটি প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার পথ অতিক্রম করে।

আন্দোলনকারীরা “ওয়াকফ বিল মানছি না, মানব না”,

“মসজিদ-কবরস্থান-মাদ্রাসা-ঈদগাহ রক্ষায় আমরা প্রস্তুত”, “ইনকিলাব জিন্দাবাদ”, “হিন্দুস্তান জিন্দাবাদ” ইত্যাদি শ্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তোলেন। তিরঙ্গা হাতে নিয়ে তাঁরা শান্তিপূর্ণভাবে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন ও কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দেন – ওয়াকফ সম্পত্তি রক্ষায় তাঁরা জীবন বাজি রাখতেও প্রস্তুত।

প্রতিবাদকারীরা জানান, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ মতো আগামী দিনে আন্দোলন আরও জোরদার হবে। শুক্রবার প্রতিটি মসজিদে কালো ব্যাজ পরে প্রতিবাদ জানানো হবে এবং ধর্মীয় স্থানে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

মিছিল শেষে কাটিগড়া সার্কেল অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হয়। আন্দোলনকারীরা স্পষ্ট বার্তা দেন, যতক্ষণ না ওয়াকফ আইন বাতিল করা হচ্ছে, ততক্ষণ গণতান্ত্রিক পদ্ধতিতে তাঁদের আন্দোলন চলবে।

কাটিগড়া সার্কেল অফিসার ডঃ রবার্ট ট্রলার জানান, সকাল থেকে অর্ধদিবসব্যাপী এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Exit mobile version