ইউটিউব দেখে নিজেই নিজের অপারেশন! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি যুবক

নিজেই নিজের অপারেশন করতে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় যুবক

প্রযুক্তির এই যুগে ইন্টারনেট হয়ে উঠেছে জ্ঞানের এক বিশাল ভাণ্ডার। যে কোনো সমস্যার সমাধান খুঁজতে মানুষ এখন ইউটিউব বা গুগলের সাহায্য নেয়। কিন্তু উত্তরপ্রদেশের এক যুবক যা করেছেন, তা রীতিমতো চমকে দেওয়ার মতো!

জানা গেছে, মথুরার এক যুবক কয়েকদিন ধরে তীব্র পেটে ব্যথায় ভুগছিলেন। চিকিৎসকের কাছে যাওয়ার পরিবর্তে তিনি ইউটিউবে অ্যাপেন্ডিস অপারেশনের ভিডিও দেখে নিজেই নিজের অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। নিজের ঘরেই এক ছুরি ও কিছু সাধারণ ওষুধের সাহায্যে তিনি নিজের পেট কেটে অ্যাপেন্ডিক্স অপসারণের চেষ্টা করেন।

কিন্তু অস্ত্রোপচারের কাজ সম্পূর্ণ করতে না পারায় প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। রক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং অবস্থা আশঙ্কাজনক।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত প্রাণঘাতী হতে পারে। অ্যাপেন্ডিস অপারেশন জটিল একটি প্রক্রিয়া, যা প্রশিক্ষিত চিকিৎসকের মাধ্যমেই করানো উচিত। অজ্ঞতার কারণে এমন ঝুঁকি নেওয়া ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

বর্তমানে ওই যুবক চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এই ঘটনা সকলকে সতর্ক করে দিয়েছে যে, ইন্টারনেট থেকে শিখে নিজের শরীরে অস্ত্রোপচার চালানোর সিদ্ধান্ত মোটেও বুদ্ধিমানের কাজ নয়।

Exit mobile version