নতুন বছরের আগে মহাশূন্যে আরও এক লম্বা লাফ দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সোমবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে রাত ১০ টা নাগাদ উৎক্ষেপণ করা হল পিএসএলভি-সি৬০ রকেট। এই লঞ্চিংকে ‘স্পেস ডকিং এক্সপেরিমেন্ট’ বলা হচ্ছে। সতীশ ধবন মহাকাশ কেন্দ্র, শ্রীহরিকোটা থেকে স্পেডেক্স মিশনের উৎক্ষেপণ পর্ব সফল। ইসরোর বৈজ্ঞানিকরা একথা জানান। স্পেডেক্স মিশন ভারতের মহাকাশ স্টেশন তৈরির ক্ষেত্রে নেওয়া পরীক্ষামূলক প্রথম পদক্ষেপ।
এদিকে মঙ্গলবার ছ’টি নতুন প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ। এর মধ্যে রয়েছে গগনযানে মহাকাশ মহিলা রোবট পাঠানো এবং আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে সবচেয়ে দামী উপগ্রহ ‘নিসার’কে পৃথিবীর কক্ষে পাঠানো।
মহাকাশে গবেষণা কেন্দ্রের লক্ষ্যে সফল উৎক্ষেপণ ইসরোর
