প্রায় ৫০ বছর পর মালদার গঙ্গার চরে দেখা মিলল বিরল প্রজাতির অস্ট্রেলাসিয়ান গ্রাস আউলের। গত ৯ মার্চ পাখি পর্যবেক্ষকদের একটি দল প্রথমবারের মতো এই পাখির উপস্থিতি নথিভুক্ত করেন।
মালদা বন বিভাগ পরিচালিত চার মাসব্যাপী পাখি জরিপের অংশ হিসেবে এই বিরল প্রজাতির সন্ধান মেলে। মালদা গ্রিন পিপলস ইন্ডিয়া এবং কলকাতার বার্ডওয়াচার্স সোসাইটির সহযোগিতায় বন দপ্তরের এই সমীক্ষা চলছিল। জরিপ চলাকালীন, পাখি পর্যবেক্ষক সন্দীপ দাস, স্বরূপ সরকার ও সৈকত দাসের উপস্থিতিতে সন্দীপ দাস প্রথমবারের মতো ৯ মার্চ এই পাখির ছবি রেকর্ড করেন।
বন দপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে এই প্রজাতির খুব কম রেকর্ড রয়েছে। শেষবার ১৯৮০ সালে বিশিষ্ট পাখি পর্যবেক্ষক অজয় হোম তার “চেনা ওচেনা পাখি” বইয়ে শান্তিনিকেতনে এই পাখির উপস্থিতির কথা উল্লেখ করেছিলেন।
মালদার বিভাগীয় বনাধিকারিক জিজু জেসফার জানান, ৯ থেকে ১১ মার্চ জেলা প্রশাসনের নেতৃত্বে বন বিভাগের একটি যৌথ দল গঙ্গার চরে পরিদর্শন করেন। বিভিন্ন প্রজাতির পাখির অবস্থান ও উপস্থিতি নিশ্চিত করার সময়ই এই বিরল পাখির সন্ধান মেলে।
এই সন্ধান পশ্চিমবঙ্গের পাখি পর্যবেক্ষকদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।