নৃশংস ঘটনা, ছেলেরা স্নান করতে চায় না বলে দুই শিশু সন্তানকে পাথরের নোড়া দিয়ে থেঁতলে হত্যা করল মা! এমনই হাড়হিম করা ঘটনা ঘটেছে নদিয়ার করিমপুরের আনন্দপল্লী মধ্যপাড়ায়। অভিযুক্ত মা রিঙ্কি মজুমদারকে গ্রেফতার করেছে করিমপুর থানার পুলিশ।
মায়ের বিরুদ্ধে চার ও আট বছর বয়সী দুই শিশু সন্তানকে খুনের অভিযোগ উঠতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, করিমপুর আনন্দ পল্লীর বাসিন্দা সূর্য মজুমদারের স্ত্রী রিংকি মজুমদার। তাদের দুই ছেলে, আট বছর বয়সী তোজো এবং চার বছরের পিয়ন মজুমদার। বুধবার স্নান করতে না চাওয়ার অপরাধে ওই দুই শিশু সন্তানকে হঠাৎ মশলা তৈরীর পাথরের নোড়া দিয়ে আচমকা হামলা করে মা রিংকি মজুমদার। খবর পেয়ে বাবা সূর্য মজুমদার বাড়িতে ছুটে গিয়ে দেখেন দুই শিশু গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। তড়িঘড়ি করিমপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যান। কিন্তু দুই শিশুর অবস্থার অবনতি হলে তাদের পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই প্রথমে চার বছরের শিশুর এবং পরে আট বছরের শিশুর মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, রিঙ্কি মজুমদার অনেকটাই মানসিক ভারসাম্যহীন। সেই কারণে এই ঘটনা ঘটাতে পারে। তবে এই নারকীয় ঘটনার নিন্দা করছেন সবাই। অনেকে বিস্ময়ের সঙ্গে বলছেন, মা হয়ে কীভাবে নিজের সন্তানকে খুন করতে পারলো!