প্রাথমিকে সেমিস্টার পরীক্ষা হবে না, শিক্ষামন্ত্রীকে ধমক দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

কিছুদিন আগে প্রাথমিক পর্ষদ জানিয়েছিল প্রাথমিকে সেমিস্টার পরীক্ষা হবে। কিন্তু এই সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশাসনিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন, প্রাথমিকে কোনও সিমেস্টার হবে না! এমনকি কী ভাবে ওই ঘোষণা হল, কেন মুখ্যমন্ত্রীকে বা মুখ্যসচিবকে বিষয়টি জানায়নি শিক্ষা দফতর, তা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী।

এরপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘মুখ্যসচিবের কাছে জমা দেওয়া হয়েছে। আপনি অনুমোদন না দিলে বিজ্ঞপ্তি জারি হবে না।’’ ওই জবাব শুনে আরও ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘অনুমোদন হয়নি তো কাগজে বেরোল কী করে? যা মেসেজ (বার্তা) যাওয়ার তো চলে গেল!’’

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি চাই ছাত্রছাত্রীদের ভার কমাতে। আর সেখানে কিনা সিমেস্টার? ওইটুকু ছেলেমেয়েরা টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার শিখছে। আর তাদের বলা হচ্ছে সিমেস্টার করতে! কোনও সিমেস্টার হবে না।’’

Exit mobile version