নদিয়ার জানকীনগরে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

নদিয়ার পলাশীর জানকীনগরে ঈদ উপলক্ষে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে কেরাত, গজল, ছোটদের ইংরেজি বক্তব্য, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা এবং ক্যুইজ প্রতিযোগিতার মাধ্যমে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

আল ইহসান চ্যারিটেবল ট্রাস্ট-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সন্ধ্যার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। শুধু পুরুষরাই নয়, বহু মহিলারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়, যা প্রতিযোগীদের মাঝে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করে।

এদিন ট্রাস্টের পক্ষ থেকে সমাজের প্রতি বিশেষ অবদান রাখার জন্য একজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়। এছাড়াও, দীর্ঘ ২০ থেকে ৩০ বছর ধরে কবর খননের মতো মহৎ কাজে নিয়োজিত ব্যক্তিদেরও বিশেষভাবে সম্মান জানানো হয়। এই উদ্যোগ সকলের প্রশংসা কুড়িয়েছে।

অনেকে বলছেন, এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে এবং সামাজিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Exit mobile version