আগুন নিয়ে খেলবেন না… যদি মানুষ ক্ষেপে যায়, আপনাদেরকে কিন্তু ছাড়বে না, বিজেপির উদ্দেশ্যে বললেন মালদার মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন

বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মালদার মোথাবাড়ির তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিনা ইয়াসমিন। ইংরেজবাজারের রথ বাড়িতে প্রতিবাদ সভা থেকে বিজেপিকে আক্রমণ করে রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী এবং মোথাবাড়ি তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন, আগুন নিয়ে খেলবেন না,আগুন নিয়ে খেলতে গেলে নিজেই সেই আগুনে পুড়ে যাবেন। বাংলার মানুষ শান্ত তাই আপনারা যেখানে যাচ্ছেন যা খুশি বলছেন। কিন্তু মানুষ যদি ক্ষেপে যায়, আপনাদেরকে কিন্তু ছাড়বে না। পাবলিক শান্ত আছে তাই আপনারা মোথাবাড়ি সামশেরগঞ্জ বেলডাঙায় যেতে পারলেন। কিন্তু পাবলিক যদি ক্ষেপে যায় একটা পা ফেলতে পারবেন না।
বিজেপির বিভিন্ন কার্যকলাপের সমালোচনা করে সাবিনা বলেন, ভাবতে অবাক লাগে, চলতে ভয় পায়। আগে কোন ঘটনা ঘটলে সেই ঘটনাকে আমরা জানার চেষ্টা করতাম। কিন্তু এখন কোন ঘটনা ঘটলেই সাম্প্রদায়িক বিষয় জড়িয়ে দেওয়া হচ্ছে। হিন্দু মুসলিম করা হচ্ছে।

Exit mobile version