বাংলার প্রাক্তন মন্ত্রী, মুর্শিদাবাদের প্রবীণ কংগ্রেস নেতা আইনজীবী আবু হেনা ৭৫ বছর বয়সে চির বিদায় নিলেন

বাংলার প্রাক্তন মন্ত্রী তথা মুর্শিদাবাদের কংগ্রেস সভাপতি আইনজীবী আবু হেনা ৭৫ বছর বয়সে চির বিদায় নিলেন। রবিবার রাত পৌনে ১১টার দিকে কলকাতার সল্টলেকে নিজের বাড়িতে তিনি পরলোকগমন করেন।
সোমবার সকাল ৬টা নাগাদ তাঁর দেহ সল্টলেকের বাসভবন থেকে লালগোলার সুদর্শনগঞ্জের উদ্দেশে নিয়ে নিয়ে যাওয়া হতে পারে।

১৯৫০ সালে ৩১ জানুয়ারি মুর্শিদাবাদের লালগোলায় জন্ম গ্রহণ করেন আবু হেনা। অনেকে তাঁকে ‘হেনা’ নামে ডাকতেন।


পেশায় আইনজীবী আবু হেনা ১৯৯১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত লালগোলার কংগ্রেসের বিধায়ক ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় কংগ্রেস পরিষদীয় নেতাও হয়েছিলেন। তাঁর বাবা আব্দুস সাত্তার ছিলেন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে উপমুখ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী।

জানা গেছে, আজ ২১ জুলাই আবু হেনার মৃতদেহ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে আনা হবে। সেখানে দলীয় নেতা কর্মীরা তার মরদেহ মাল্যদান করবেন। এরপর নিজের জন্মভিটে লালগোলাতেই পারিবারিক করস্থানে দাফন করা হবে।

এদিকে প্রবীন রাজনীতিবিদ আবু হেনার মৃত্যুতে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী সামাজিক মাধ্যমে লিখেছেন,’ভাবতে কষ্ট হচ্ছে — আমাদের প্রিয় হেনাদা, আবু হেনা সাহেব আর নেই।’
তিনি স্মৃতি চারণা করতে গিয়ে লেখেন,’
গত সপ্তাহেই কলকাতায় দেখা করে এলাম…
আশা করেছিলাম, আবার মুর্শিদাবাদে ফিরে আসবেন, আমাদের মধ্যেই থাকবেন — আগের মতোই শক্ত হাতে পথ দেখাবেন।
কিন্তু সেই দেখা যে শেষ দেখা হবে, তা কল্পনাও করিনি। দীর্ঘ পথ চলেছি আমরা একসাথে। কত লড়াই, কত প্রতিকূলতা একসাথে পেরিয়ে এসেছি। অনেক ভালো সময়ের সাক্ষী থেকেছি, আবার অনেক খারাপ সময়েও কাঁধে কাঁধ মিলিয়ে থেকেছি।
সেই প্রতিটি মুহূর্ত যেন চোখের সামনে ভেসে উঠছে —
আর এই কঠিন মুহূর্তে এই প্রথমবার দেখছি, হেনাদা পাশে নেই…

তিনি কেবল প্রাক্তন মন্ত্রী বা জেলা কংগ্রেস সভাপতি ছিলেন না —
তিনি ছিলেন আমার সহযোদ্ধা এবং হৃদয়ের আপনজন।

তাঁর আদর্শ ও মতাদর্শের প্রতি দায়বদ্ধতা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
তাঁর জীবনের সততা ও নিষ্ঠা শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি —
হেনাদা যেন জান্নাতবাসী হন।

তাঁর পরিবার-পরিজন এবং সমস্ত শুভানুধ্যায়ীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।
আমরা তাঁর স্মৃতি ও আদর্শ বহন করেই লড়াই চালিয়ে যাব — সেটাই হবে আমাদের তরফ থেকে তাঁর প্রতি যথার্থ শ্রদ্ধা।”

এক সময় কংগ্রেস করতেন আজকের তৃণমুল কংগ্রেস সাংসদ আবু তাহের খান। তিনি সমাজ মাধ্যমে লেখেন,’আজ রাত ১০:৪৫ মিনিটে আমাদের ছেড়ে চলে গেলেন জেলা কংগ্রেসের সভাপতি লালগোলার প্রাক্তন বিধায়ক জনাব আবু হেনা সাহেব। তাঁর অবদান ও নেতৃত্ব আমাদের মনে চিরকাল জাগরুক থাকবে। আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।’

Exit mobile version