হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ: যুগ্মভাবে প্রথম ফাহমিদা ও শাহিদা, তিন বিভাগে মেধা তালিকায় ৩৭ জন

৩ মে প্রকাশিত হল চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল। সাংবাদিক বৈঠকের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন এই ফলাফল ঘোষণা করেন।

হাই মাদ্রাসা:

মোট পরীক্ষার্থী: ৪৪,০৭৩ জন

ছাত্র: ১৫,৪২০ জন, ছাত্রী: ২৮,৬৫৩ জন

মোট পাশ করেছে: ৩৯,৮০৬ জন (পাশের হার: ৯০.৩২%)

ছাত্র: ১৪,৪০৩ জন (৯৩.৪৬%), ছাত্রী: ২৫,৪০৩ জন (৮৮.৫৫%)

মেধা তালিকায় স্থানপ্রাপ্ত পরীক্ষার্থী:

মোট ৩৭ জন

হাই মাদ্রাসা: ১৫ জন

আলিম: ১০ জন

ফাজিল: ১২ জন

ছাত্র: ২১ জন, ছাত্রী: ১৬ জন

যুগ্ম প্রথম (হাই মাদ্রাসা):

ফাহমিদা ইয়াসমিন (মালদহ) — ৭৮০

শাহিদা পারভিন (মালদহ) — ৭৮০
দ্বিতীয়: শ্যামসুন নেহার (মালদহ) — ৭৭৬
তৃতীয়: আলিফনুর খাতুন (মালদহ) — ৭৭২

আলিম (ক্যুজুয়াল, কম্পার্টমেন্টাল):

মোট পরীক্ষার্থী: ৩৬৯ জন

পাশ করেছে: ৩৬৩ জন

ফাজিল (ক্যুজুয়াল, কম্পার্টমেন্টাল):

মোট পরীক্ষার্থী: ১০৭ জন

পাশ করেছে: ৮৪ জন

পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৪০ দিনের মাথায় প্রকাশিত হল এই ফল। তিনটি বিভাগ—হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল মিলিয়ে মেধা তালিকার প্রথম দশে স্থান পেয়েছে মোট ৩৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে হাই মাদ্রাসায় ১৫ জন, আলিম বিভাগে ১০ জন এবং ফাজিল বিভাগে ১২ জন। মেধা তালিকায় ছাত্র ২১ জন এবং ছাত্রী ১৬ জন রয়েছেন।

চলতি বছরে হাই মাদ্রাসায় যুগ্মভাবে প্রথম হয়েছে মালদহ জেলার দুই ছাত্রী—ফাহমিদা ইয়াসমিন এবং শাহিদা পারভিন। তারা উভয়েই পেয়েছে ৭৮০ নম্বর। দ্বিতীয় স্থান অধিকার করেছে মালদার সামসুন নেহার (৭৭৬ নম্বর), আর তৃতীয় হয়েছে আলিফনুর খাতুন, সেও মালদহের ছাত্রী, যার প্রাপ্ত নম্বর ৭৭২।

Exit mobile version