ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে কোলাঘাটে বিশাল বিক্ষোভ মিছিল

আজ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট শহরে কেন্দ্রীয় মোদি সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন ঐক্যতান মঞ্চের রাজ্য সম্পাদক মাওলানা আমিনুল আম্বিয়া, মুসলিম ইত্তেহাদুল মঞ্চের রাজ্য সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সহ-সভাপতি সেখ ফজলুর রহমান, পূর্ব মেদিনীপুর জেলার সংখ্যালঘু সম্পাদক হামিদুল হোসেন, সংখ্যালঘু কাউন্সিলের জেলা সম্পাদক মনিরুল হক, সংখ্যালঘু যুব ফেডারেশনের ব্লক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সংখ্যালঘু কাউন্সিলের জেলা সহ-সভাপতি ডা. মোজাফফর আলী খান, সেখ সাজাহান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

বক্তারা বলেন, ওয়াকফ বোর্ডের অধিকার হরণ ও সংখ্যালঘু সমাজের স্বার্থবিরোধী এই আইনকে অবিলম্বে বাতিল করতে হবে। তারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।

এই বিক্ষোভে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোলাঘাট শহরে প্রতিবাদের আবহ তৈরি হয়।

Exit mobile version