কেন্দ্রীয় সরকারের ওয়াকফ আইনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গড় থানার অন্তর্গত ঘটকপুকুর বাজারে অনুষ্ঠিত হলো এক বিশাল জনসমাবেশ। এই সভায় উপচে পড়া ভিড় ছিল সাধারণ মানুষের।
এই প্রতিবাদী সমাবেশে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ওয়াকফ সম্পত্তি মুসলিম সমাজের এক অমূল্য সম্পদ, একে রক্ষা করা আমাদের ধর্মীয় ও সামাজিক কর্তব্য। কেন্দ্রীয় সরকারের কালাকানুনের আড়ালে এই সম্পদ লুঠ করার চেষ্টা আমরা কোনোভাবেই মেনে নেব না।”
সভার অন্যতম বক্তা ছিলেন বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ। তিনি আইনগত দিক থেকে উপস্থিত জনতাকে সচেতন করেন এবং বলেন, “ওয়াকফ আইনকে পরিবর্তনের নামে যা করা হচ্ছে, তা সংবিধান বিরোধী। আমাদের আইনি লড়াই চলবে।”
এছাড়াও সভায় বক্তব্য রাখেন মিজানুর রহমান ও মোস্তাফিজুর রহমান লস্কর। তাঁরা ওয়াকফ সম্পত্তির সুরক্ষা ও মুসলিম সমাজের ঐক্যের উপর জোর দেন।
সমাবেশে মুসলিম সমাজের বিভিন্ন স্তরের মানুষ যোগ দেন এবং একত্রিত কণ্ঠে কালাকানুন ও ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে, যতক্ষণ না এই আইন বাতিল করা হয়।