সর্বভারতীয় আইটিআই পরীক্ষায় শীর্ষস্থান অধিকারী পারভীন সুলতানাকে সংবর্ধনা সংখ্যালঘু যুব ফেডারেশনের

সর্বভারতীয় আইটিআই পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করে রাজ্যকে গর্বিত করেছেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এর তালদি গ্রামের মেয়ে পারভিনা সুলতানা। তার এই অসামান্য কৃতিত্বকে স্বীকৃতি জানাতে মঙ্গলবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন তাকে সংবর্ধনা দেয়।

সংগঠনের রাজ্য সম্পাদক ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মুহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে এক প্রতিনিধি দল পারভিনার বাড়িতে পৌঁছে তাকে সংবর্ধিত করেন। সংবর্ধনা পেয়ে আনন্দিত পারভিনা বলেন, এই সম্মান তার আগামী দিনের পথচলাকে আরও অনুপ্রাণিত করবে।

এ প্রসঙ্গে মুহাম্মদ কামরুজ্জামান টিডিএন বাংলাকে বলেন, “এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। আমাদের ঘরের মেয়েরা আজ সমান তালে শিক্ষার অগ্রযাত্রায় এগিয়ে চলেছে। মেধা থাকলে তা ঠিকই প্রস্ফুটিত হবে এবং গ্রামের ছেলেমেয়েরা শিক্ষার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাবে।”

এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিরউদ্দিন ঘরামী, হাফিজুল ইসলাম লস্কর প্রমুখ।

Exit mobile version