নদিয়ার হোগলবেড়িয়া থানার পোড়াঘাটি মোড় এলাকায় ৩৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত গাড়ির চালক ও মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।
এসডিপিও তেহট্ট শুভতোষ সরকার জানিয়েছেন, শুক্রবার রাতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, হোগলবেড়িয়া থানার ওসি তাঁর বাহিনীসহ পোড়াঘাটি মোড় সংলগ্ন করিমপুর-জলঙ্গি রাজ্য সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি চার চাকার গাড়ি আটকানোর চেষ্টা করা হলে, চালক গাড়ি থামানোর পরিবর্তে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এরপর
আমরা গাড়িটিকে ধাওয়া করলে, কিছু দূর গিয়ে চালক গাড়িটি রাজ্য সড়কের উপর ফেলে দিয়ে পাশের ঘন কলাবাগানের ভেতর অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গেই তাকে ধরার জন্য কলাবাগানে অনুসন্ধান চালাই, তবে তাকে আটক করা সম্ভব হয়নি।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত চালককে আটক করা সম্ভব না হলেও গাড়িটি তল্লাশি করে ১৩টি সাদা প্লাস্টিকের বস্তায় সংরক্ষিত ৩৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে গাড়িটিও।
তল্লাশির সময় উপস্থিত ছিলেন তেহট্টের এসডিপিও, করিমপুর সার্কেলের সিআই সহ পুলিশের অন্যান্য সদস্যগণ। জানা গেছে, অভিযুক্ত গাড়ির চালক ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য একটি নির্দিষ্ট মামলা রুজু করেছে হোগোলবেড়িয়া থানা।