সারা দেশের বিভিন্ন জায়গায় বিজেপি সরকারের নতুন সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে শান্তিপূর্ন বিক্ষোভ হচ্ছে। কিন্তু মঙ্গলবার বিক্ষোভ ঘিরে মুর্শিদাবাদের জঙ্গিপুরে তুলাকালাম কান্ড ঘটলো। এদিন জাতীয় সড়ক অবরোধ করে অন্দোলনকারীরা। এরপর পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধস্তাধস্তি, পুলিশের গাড়িতে ভাঙচুর, আগুন দেওয়ার মতো ঘটনা ঘটে। জমায়েত ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস পুলিশের।
জানা গেছে, ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার দুপুরে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন। ধীরে ধীরে বিক্ষোভ আরও তীব্র আকার নেয় এবং ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বসেন আন্দোলনকারীরা।
এরপর বিক্ষোভকারীরা আচমকাই পুলিশের উপর ইট ছুড়তে শুরু করে বলে অভিযোগ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে যে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছয়। খবর দেওয়া হয় দমকলেও। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।