ধুলিয়ান ও সামসেরগঞ্জ এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েনের জরুরি অনুরোধ করলেন দক্ষিন মালদার কংগ্রেস সাংসদ ঈশা খাঁ চৌধুরী। জঙ্গিপুর পুলিশ সুপারকে লেখা এক চিঠিতে তিনি এই দাবি করেন। পুলিশ সুপারকে পাঠানো চিঠিতে ঈশা খাঁ চৌধুরী লিখেছেন,”ধুলিয়ান ও সামসেরগঞ্জ এলাকায় সম্প্রতি সংঘটিত সহিংসতা ও লুটপাটের ঘটনাসমূহের প্রেক্ষিতে সেখানকার উদ্বেগজনক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই ঘটনাগুলির ফলে সাধারণ মানুষের মধ্যে ভয় ও অস্থিরতা ছড়িয়ে পড়েছে এবং স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়েছে।”
তিনি আরো লেখেন,’ এই পরিস্থিতির নিরসনে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি যে, সংশ্লিষ্ট এলাকায় ক্রিমিনাল প্রসিডিউর কোড (CrPC) এর ১৪৪ ধারা জারি( বর্তমানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা) ও তাৎক্ষণিকভাবে প্রচার ও প্রয়োগ করা হোক, যাতে জনসমাবেশ ও সম্ভাব্য সংঘর্ষ প্রতিরোধ করা যায়। সাথে সাথে, একটি বড় সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর মোতায়েন করে ঘনঘন টহল, পদাতিক টহল এবং রুট মার্চ পরিচালনার অনুরোধ করছি। দৃশ্যমান ও শক্তিশালী নিরাপত্তা বাহিনীর উপস্থিতি শান্তি প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে অত্যন্ত জরুরি।’
ঈশা খাঁ চৌধুরী পুলিশকে জানিয়েছেন,”আমি আরও অনুরোধ করবো যে, আইন-শৃঙ্খলা রক্ষার কাজে অস্ত্রের ব্যবহার এড়িয়ে চলা হোক এবং মানবজীবনের নিরাপত্তা নিশ্চিত করা হোক। পরিস্থিতি মোকাবিলায় কঠোর হলেও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা আবশ্যক।
আমি আশা করি আপনি অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।”
জঙ্গিপুর পুলিশ সুপার ছাড়াও চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের পুলিশ মহাপরিদর্শক এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইন-শৃঙ্খলা)- কে।