ওয়াকফ আইনের প্রতিবাদে সামসেরগঞ্জে ছাত্র-যুবদের বিক্ষোভ, উত্তাল ধুলিয়ান

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে কেন্দ্রীয় সরকারের নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে ছাত্র ও যুব সমাজের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা। মঙ্গলবার বিকেলে ধুলিয়ান গঙ্গা ঘাট থেকে পুরাতন ডাকবাংলা বিডিও অফিস পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ‘ঐক্যবদ্ধ এনজিও’র সদস্যরা।

ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ছাত্র ও যুব মিছিলে অংশ নেন। মুখরিত হয়ে ওঠে ধুলিয়ান মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগানে। মিছিলের সময় সামসেরগঞ্জ থানার পুলিশ প্রশাসন কড়া নজরদারিতে ছিল, তবে ‘ঐক্যবদ্ধ এনজিও’-র সদস্যদের সচেতনতায় মিছিলটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা অবিলম্বে বিতর্কিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবি জানায় এবং হুঁশিয়ারি দেন, এই কালো আইন বাতিল না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা।

বিডিও অফিস ময়দানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয় এই বিক্ষোভ কর্মসূচি।

Exit mobile version