উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে গাছে বেঁধে রাখল গ্রামবাসীরা, উত্তেজনা ছড়াল নওদাপাড়ায়

ভগবানগোলা থানার নওদাপাড়া এলাকায় মহিলাদের উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে গাছে বেঁধে রাখে গ্রামবাসীরা। ঘটনায় সোমবার সকাল থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ, আজগার আলী নামে ওই যুবক দীর্ঘদিন ধরে মহিলাদের উত্ত্যক্ত করে আসছিল। তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি স্থানীয়দের। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ভগবানগোলা থানার পুলিশ এসে আজগার আলীকে আটক করে থানায় নিয়ে যায়।

গ্রামবাসীদের আরও অভিযোগ, ওই যুবকের বিরক্তিকর আচরণের জন্যই তার বৌদি আত্মহত্যা করতে বাধ্য হন। অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।

Exit mobile version