নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, ২০ ডিসেম্বর ২০২৩
নেশা মুক্ত সমাজ গড়ার ডাক দিল ইমাম মুয়াজ্জিনদের একটি সংগঠন। বুধবার মুর্শিদাবাদের লালবাগ নেতাজি আবাস সভাকক্ষে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় শিক্ষা, স্বাস্থ, সমস্ত রকম নেশা দ্রব্য বর্জন, বাল্য বিবাহ রোধ ও সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা সভা।
অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস মদ সহ সমস্ত নেশা থেকে সমাজকে বাঁচানোর আহ্বান জানান। নেশামুক্ত সমাজ গড়তে ইমামদের এগিয়ে আসার আবেদন জনিয়ে তিনি বলেন, ইসলামে সব ধরনের অপব্যয় অবশ্যই বর্জনীয়। মাদকাসক্তি মারাত্মক অপব্যয়। একজন মাদকাসক্ত ব্যক্তির জন্য দৈনিক প্রচুর টাকার প্রয়োজন হয়। মাদক গ্রহণ ও সেবনে অনেক ধনসম্পদ অপব্যয় ও অপচয় হয়। এই অপব্যয় পরিবার ও সমাজের জন্য অপরিসীম দুর্ভোগ নিয়ে আসে। প্রিয়নবী (সা.) ইরশাদ করেছেন, প্রত্যেক নেশাদ্রব্যই মদ, আর যাবতীয় মদই হারাম।’
সংগঠনের মুহাকুমা সভাপতি মাওলানা সাজারুল ইসলাম বলেন, সামাজকে সচেতন করতে ইমাম সাহেবদের সৎ সাহস নিয়ে কাজ করতে হবে। ইমাম সাহেবরাই পারে আদর্শ সমাজ গঠন করতে।
ফিলিস্তিন প্রসঙ্গেও আলোচনা হয়। বক্তারা বলেন, যুদ্ধ নয় শান্তি চাই ফিলিস্তিনিদের মুক্তি চাই। এদিন আলোচনা শেষে সকল ইমাম মুয়াজ্জিনদের হাতে একটি করে শীতবস্ত্র ও ব্যাগ তুলে দেওয়া হয়।
অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন সভাপতি মাওলানা সামসুজ্জোহা, মুফতি মিজানুর রহমান, হাফেজ সাইফুদ্দিন, কাউন্সিলর ফাহিম মির্জা, পুরোহিত প্রদীপ চক্রবর্তী, মেহেদী আলম, লুতফুর রহমান, জাহাঙ্গীর আলম, মাওলানা মানারুল, মুফতি শাহাদাত হোসেন প্রমুখ।