দেশের স্বার্থে মুসলিম-শিখ ঐক্য অপরিহার্য: দিল্লির সেমিনারে মন্তব্য সম্প্রদায়ের নেতাদের

Sikh and Muslim leaders at the CMCRM Conference 2025, celebrating the ‘Malerkotla Legacy’ of Fraternity, at IICC Auditorium, Delhi, on Sunday. Photo credit: muslim mirror

ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রধান স্তম্ভ হল সম্প্রীতি। সেই ঐক্যের ভীত আরও শক্তিশালী করতে দিল্লিতে আয়োজিত এক সেমিনারে মুসলিম ও শিখ সম্প্রদায়ের নেতারা একসঙ্গে মতবিনিময় করেন।

“মানবাধিকার ও সংখ্যালঘুদের অধিকার” শীর্ষক এই সেমিনারে বক্তারা বলেন, ভারতের উন্নতি ও স্থিতিশীলতার জন্য মুসলিম-শিখ ঐক্য অপরিহার্য। তাঁরা মনে করেন, উভয় সম্প্রদায় ইতিহাসের নানা সময় অত্যাচারের শিকার হয়েছে, কিন্তু শান্তি ও সম্প্রীতির মাধ্যমে তারা তাদের অধিকার রক্ষা করতে পারে।

সেমিনারে বিশিষ্ট সমাজকর্মী ও সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বলেন, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা এবং সাম্প্রতিক সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

শিখ সংগঠনের এক নেতা বলেন, “শিখ ও মুসলিমরা বহু বছর ধরে একসঙ্গে থেকেছে, একসঙ্গে লড়াই করেছে। আমাদের এই ঐক্য আজও দেশের স্বার্থে অপরিহার্য।”

অন্যদিকে এক মুসলিম নেতা বলেন, “ঐক্যবদ্ধ হলে কেউ আমাদের অধিকার কেড়ে নিতে পারবে না। ভারত সকলের, এখানে বিভাজনের রাজনীতি সফল হতে দেওয়া যাবে না।”

সেমিনারে বক্তারা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন এবং জানান, পরবর্তী সময়ে এই দুই সম্প্রদায়ের মধ্যে বন্ধন দৃঢ় করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।

Exit mobile version