ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গাজায় ইসরাইলি বাহিনীর পুনরায় হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে মানবতার বিরুদ্ধে চরম অপরাধ ও ভয়াবহ বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন।
তিনি বলেন, গাজার উপর ইসরাইলি আগ্রাসন শুধু ফিলিস্তিনের সমস্যা নয়, বরং এটি পুরো মুসলিম উম্মাহর বিষয়। তাই উম্মাহকে সকল মতপার্থক্য ভুলে এক হয়ে এই নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একইসঙ্গে, বিশ্বের সমস্ত মুক্তিকামী মানুষকে এই নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করতে হবে, যেন ফিলিস্তিনি শিশুদের হত্যা, ঘরবাড়ি ধ্বংস ও তাদের উদ্বাস্তু হওয়ার মর্মান্তিক পরিণতি বন্ধ করা যায়।
তিনি আরও বলেন, মার্কিন সরকারও এই বিপর্যয়ের অন্যতম সহযোগী, কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসরাইল এই বর্বর হামলা চালিয়েছে মার্কিন প্রশাসনের প্রত্যক্ষ ইঙ্গিত বা পরোক্ষ সম্মতিতে। এছাড়া, তিনি ইয়েমেনের নিরীহ জনগণের উপর হামলাকেও আরেকটি ভয়াবহ অপরাধ হিসেবে চিহ্নিত করে বলেন, এই অন্যায়ও প্রতিহত করতে হবে।
বৃহস্পতিবার (২০ মার্চ), ফার্সি নববর্ষ ১৪০৪ উপলক্ষে দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা এই গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি ইরানের জন্য নতুন বছরের নামকরণ করেন ‘উৎপাদনের জন্য পুঁজি-বিনিয়োগের বছর’ হিসেবে, যা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার আহ্বান হিসেবে দেখা হচ্ছে।