কেন্দ্রীয় সরকারের প্রণীত ওয়াকফ সংশোধনী আইনকে পশ্চিমবঙ্গে কার্যকর না করার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন আইএসএফ বিধায়ক মহম্মদ নওশাদ সিদ্দিকী। চিঠিতে তিনি রাজ্য বিধানসভায় একটি বিশেষ অধিবেশন ডেকে এই আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়েরের দাবি জানান।
মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে নওশাদ সিদ্দিকী লিখেছেন,”সংবাদমাধ্যম মারফৎ জানতে পারলাম যে আপনি রাজ্যের মুসলমান সমাজকে আশ্বাস দিয়েছেন যে আপনি থাকতে পশ্চিমবঙ্গের ওয়াকফ সংশোধনী আইন বাস্তবায়িত হতে দেবেন না। ভালো কথা। সুতরাং আমি আপনাকে
প্রস্তাব দিচ্ছি যে রাজ্যের মানুষের স্বার্থে অবিলম্বে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে এই মর্মে একটি প্রস্তাব পাশ করার উদ্যোগ নিন।”
চিঠিতে নওশাদ সিদ্দিকী আরো লেখেন,’
এই প্রস্তাব পাশ করানোর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি মামলা করুন। এর সাথে সাথে, দলের যারা বিধায়ক, সাংসদ আছেন তাদের প্রত্যেককে আলাদা করে মামলা দায়ের করার নির্দেশ দিন।’
চিঠির শেষে নওশাদ লেখেন,’আশাকরি, আপনি যত শীঘ্র সম্ভব এই প্রস্তাবটি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবেন।’
নওশাদের এই চিঠি রাজনীতির ময়দানে ফের একবার তৃণমূল সরকারকে চাপে রাখলো বলে অনেকে মনে করছেন। আগামী দিনে রাজ্য সরকারের অবস্থান কী হয়, সে দিকে নজর রাখছে রাজনৈতিক মহল।