ইতিহাস গড়লেন বানু মুশতাক, আন্তর্জাতিক বুকার পুরস্কার জয় করলেন কর্নাটকের লেখিকা

কর্ণাটকের লেখক, সমাজকর্মী ও আইনজীবী বানু মুশতাক আন্তর্জাতিক বুকার পুরস্কার জয় করেছেন। তাঁর লেখা ছোটগল্প সংকলন ‘হার্ট ল্যাম্প’ ২০ মে ২০২৫, মঙ্গলবার রাতে লন্ডনে এই সম্মান অর্জন করে। এটি প্রথম কন্নড় ভাষার বই, যা এই আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।

পুরস্কারের অর্থমূল্য ৫০,০০০ ব্রিটিশ পাউন্ড, যা লেখক ও অনুবাদক দীপা ভাস্তি সমানভাবে ভাগ করে নেবেন বলে জানা গেছে। দীপা ভাস্তি বইটি কন্নড় ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন এবং গল্প বাছাইয়েও লেখিকাকে সহায়তা করেছেন।

৭৭ বছর বয়সী বানু মুশতাক কন্নড় ভাষায় লেখেন। নারী অধিকার এবং বৈষম্যের বিরুদ্ধে তাঁর কাজের জন্য তিনি আগে থেকেই পরিচিত।

পুরস্কার গ্রহণের সময় বানু মুশতাক বলেন, “এই সম্মান আমি ব্যক্তিগতভাবে নিচ্ছি না, বরং এমন কণ্ঠস্বর হিসেবে নিচ্ছি, যা অনেক মানুষের কণ্ঠের প্রতিনিধিত্ব করে।”

‘হার্ট ল্যাম্প’-এ মোট ১২টি গল্প রয়েছে, যেগুলো ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে প্রকাশিত। গল্পগুলোর মাধ্যমে দক্ষিণ ভারতের মুসলিম সমাজের সাধারণ জীবন ও বিশেষ করে নারী ও কিশোরীদের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

বিচারকমণ্ডলীর সভাপতি ম্যাক্স পোর্টার বলেন, “হার্ট ল্যাম্প ইংরেজি পাঠকদের জন্য একেবারে নতুন ধরনের লেখা। এটি একটি শক্তিশালী অনুবাদ, যা ভাষার ব্যবহার ও ধরন বদলে দেয়।”

বানু মুশতাকের এই জয় কন্নড় ভাষার সাহিত্যজগতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকল।

Exit mobile version