২০২৪ সালের সাহিত্য আকাদেমি পুরস্কার ঘোষণায় বাংলা সাহিত্য বাদ যাওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সাহিত্য আকাদেমির সচিবকে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের সভাপতি পবিত্র সরকার ও সাধারণ সম্পাদক রজত বন্দ্যোপাধ্যায়।
চিঠিতে তাঁরা বলেছেন, আকাদেমির এই সিদ্ধান্ত সারা দেশে বিস্ময় ও বিভ্রান্তি সৃষ্টি করেছে। করদাতা জনসাধারণের অর্থেই আকাদেমি পরিচালিত হয়, তাই বাংলা সাহিত্যকে কেন বাদ দেওয়া হলো, তার কারণ জানানো উচিত।
এবারের পুরস্কারের তালিকায় ২৩টি ভাষার সাহিত্যিকের নাম থাকলেও বাংলা সাহিত্য নেই। আকাদেমি জানিয়েছে, “টেকনিক্যাল বা পদ্ধতিগত কারণে” বাংলা মনোনীত হয়নি। তবে ১৯৭৩ সালের পর প্রথমবারের মতো বাংলা সাহিত্য বাদ যাওয়ায় প্রশ্ন উঠেছে, এটি নীতিগত সিদ্ধান্ত নাকি প্রশাসনিক ভুল?
সাহিত্য মহলে ধারণা করা হচ্ছে, নির্দিষ্ট একজন লেখককে পুরস্কার দিতে সুপারিশ করা হয়েছিল, কিন্তু বিচারকদের মতানৈক্য ও এক বিচারকের পদত্যাগের কারণে পুরস্কার স্থগিত হয়েছে।
গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ জানতে চেয়েছে, বাংলা বিভাগের বিচারকমণ্ডলী কি কোনও বই সুপারিশ করেছিল? যদি করে থাকে, তবে তা প্রকাশ করা হবে কি? আকাদেমির নীরবতায় বিতর্ক আরও তীব্র হচ্ছে।