টিডিএন বাংলা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ সাহায্য নিয়ে এবারও প্রশ্ন তুললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পর এই নিয়ে টানা চতুর্থবার এই প্রসঙ্গ তুললেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এবার প্রথমবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেন। ট্রাম্প বলেন, ‘আমেরিকান ভোটারদের বুথমুখী করার জন্য খরচ করতে পারে মার্কিন প্রশাসন। কিন্তু অন্য দেশের ভোটারদের জন্য কেন খরচ করা হবে মার্কিন করদাতাদের টাকা?’ সেখানেই তিনি এবার মোদীর নাম নেন।
আমেরিকার গর্ভনরদের কার্যনির্বাহী অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প অনুদান প্রসঙ্গ টেনে আনেন। তিনি নরেন্দ্র মোদীকে বন্ধু বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ভারতের ভোটারদের বুথমুখী করতে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর দেশে ১৮২ কোটি টাকা যাচ্ছে। কিন্তু ভারতের ভোটারদের উপস্থিতি বদ্ধির জন্য আমারা অর্থ দেব কেন? আমিও চাই ভোটারদের বুথমুখী করতে। কিন্তু সেটা আমার দেশের জন্য।’
আমেরিকার দাবি, ভারতে ভোটারদের বুথমুখী করতে প্রায় ১৮২ কোটি টাকা অনুদান দিয়েছিল তারা। সম্প্রতি সেই অনুদান বন্ধ করে দেয় ইলন মাস্কের দফতর। তার পর থেকেই এই অনুদান নিয়ে পূর্বতন জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি আগেও ভারতকে নিশানা করেছেন। বলেছিলেন, ‘‘ভারতে ভোটের হার বৃদ্ধির জন্য ২.১০ কোটি ডলার? ভারতের ভোট নিয়ে আমরা কেন মাথা ঘামাব? আমাদের নিজেদের তো অনেক সমস্যা রয়েছে। আমাদের নিজেদের ভোটের হার নিয়েও চিন্তা করতে হবে। এতগুলো টাকা ভারতে যাচ্ছিল! ভাবতে পারছেন?’
এরপরই বাংলাদেশ প্রসঙ্গ তোলেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশকেও ২ কোটি ৯০ লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় প্রায় ২৫৫ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। তাঁর কথায় , ‘বাংলাদেশের রজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য এমন একটি প্রতিষ্ঠানের কাছে ২ কোটি ৯০ লক্ষ ডলার গিয়েছে। যার নাম কেউ শোনেনি।’ আমেরিকার দাবি ভারতের ভোটারদের বুথমুখী করার জন্য দেওয়া হয়েছিল ১৮২ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। সম্প্রতি বিদেশ সংক্রান্ত এজাতীয় অনুদান বন্ধ করে দিয়েছে ইলন মাস্কের দফতর। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই জো বাইডেনের প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগছে ট্রাম্প ও তাঁর দলবল।
রোজার স্মৃতির পাতায়: মেঘলা দিনের বিভ্রান্তি থেকে ইতিকাফের একান্ত প্রহর
সেলিম রেজা রমজান আসলেই ছোটবেলার রোজার দিনগুলো মনে পড়ে যায়। সেইসব দিন, যখন রোজার অর্থ ছিলো সারাদিন উপোস থেকে মাগরিবের...