লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা, খালিস্তানি সমর্থকদের বিক্ষোভ

লন্ডনে সফররত ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। অনুষ্ঠান শেষে জয়শঙ্কর যখন বেরিয়ে আসছিলেন, তখন এক খালিস্তানি সমর্থক তাঁর গাড়ির দিকে তেড়ে যায় এবং পুলিশের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, লন্ডনের পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা হামলাকারীকে প্রতিহত করতে কোনো পদক্ষেপ নেয়নি। ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন খালিস্তান সমর্থক হলুদ পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করছিলেন।

সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার রাতে লন্ডনের চ্যাথাম হাউসে আলোচনাসভায় অংশ নিতে গিয়েছিলেন জয়শঙ্কর। খালিস্তানপন্থীরা অদূরে রাস্তার ওপর জড়ো হয়ে ভারতবিরোধী স্লোগান দিতে থাকে। সভা শেষে বের হওয়ার সময় এক ব্যক্তি হঠাৎ জয়শঙ্করের গাড়ির সামনে ছুটে গিয়ে জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে। এরপর আরও কয়েকজন বিক্ষোভকারী কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করেন।

প্রথমে পুলিশ কোনো ব্যবস্থা না নিলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হামলার পেছনে খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পন্নুনের সংগঠন শিখস ফর জাস্টিস জড়িত। উল্লেখ্য, এর আগে এই সংগঠনের সদস্যরা ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামীর ওপরও হামলা চালিয়েছিল।
এই ঘটনায় লন্ডন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের জাতীয় পতাকা ছেঁড়ার পরও হামলাকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি।

Exit mobile version