গাজায় ফের ভয়াবহ হামলা চালাল ইজরায়েল। সোমবার দুপুরে গাজার নাসের হাসপাতালে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন চারজন সাংবাদিকও। এদের মধ্যে রয়টার্স ও এপির সাংবাদিক এবং ফটোগ্রাফারও আছেন বলে জানিয়েছে প্যালেস্তাইনের স্বাস্থ্যমন্ত্রক।
সূত্রের খবর, প্রথমে নাসের হাসপাতালের ছাদে একটি ইজরায়েলি ড্রোন আছড়ে পড়ে। তাতেই মৃত্যু হয় এক সাংবাদিকের। এরপর টানা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েলি সেনা। উদ্ধারকাজের সময়ও হামলা চলতে থাকায় প্রাণ হারান আরও অনেকে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।
উল্লেখযোগ্যভাবে, গাজায় সাংবাদিকদের উপর হামলার ঘটনা নতুন নয়। অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত প্রায় ২০০ সাংবাদিক নিহত হয়েছেন ইজরায়েলি হামলায়। আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি হলেও, এবারের নৃশংস হামলার বিষয়ে এখনও মুখ খোলেননি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কিংবা সেনাবাহিনী।